সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ– আসানসোলের কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির লছিপুর নিষিদ্ধ পল্লীতে মারধর ও ছিনতাইয়ের ঘটনায় পুলিশি তৎপড়তা। এলাকায় পর পর অভিযান চালিয়ে মোট ৫দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ।
প্রসঙ্গতঃ, গত বুধবার রাতে ঝাড়খন্ডের জামশেদপুর থেকে ওম শংকর সহ চার বন্ধু আসানসোলের কুলটি থানার লছিপুর নিষিদ্ধপল্লীতে গিয়েছিলেন। অভিযোগ সেখানে তারা গাড়ি পার্কিং করতে গেলে ৫-৬জন তাদের উপর চড়াও হয়। তারা ওই পাঁচ জনকে একটি ঘরে আটকে রেখে মারধর করে ও তাদের সঙ্গে থাকা নগদ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এমনকি মোবাইলের মাধ্যমে আরও ৬০ হাজার টাকা হাতিয়ে নেয়।
বৃহস্পতিবার পুরো ঘঠানাটি জানিয়ে নিয়ামতপুর ফাঁড়ির দ্বারস্থ হয় ওই যুবকেরা এবং অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে শুক্রবার গভীর রাতে লছিপুর নিষিদ্ধ পল্লীতে অভিযান চালায় পুলিশ ও রাহুল শেখ, চিন্টু রবিদাস এবং মুকেশ পাসোয়ান নামে তিন জনকে গ্রেফতার করে। ধৃতদের জেরা করে সেই সূত্র ধরে শনিবার ফের ওই এলাকায় অভিযান চালায় পুলিশ ও লালা খান, বিট্টু পাসোয়ানকে গ্রেপ্তার করে। রবিবার ৫ জনকে আসানসোল জেলা আদালতে পেশ করা হয়।




