নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– ফেসবুকে মুখ্যমন্ত্রীর উপর হামলা নিয়ে বিতর্কিত মন্তব্য করে গ্রেফতার হলেন দুর্গাপুরের এক প্রাক্তন রেল কর্মী। ধৃত ব্যক্তির নাম বাদল লস্কর। তিনি স্টিল টাউনশিপের অশোক এভিনিউয়ের বাসিন্দা। রবিবার রাতে বাদলবাবুকে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করে দুর্গাপুর থানার পুলিশ। সোমবার তাঁকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়।
প্রসঙ্গত রেলের অবসরপ্রাপ্ত কর্মী বাদলবাবু সাম্প্রতিক অশান্তির আবহ নিয়ে মন্তব্য করে লেখেন, “এরপর দিদির গাড়িতে হামলা হবে, বেশি দেরি নেই”। বিষয়টি নজরে আসতেই নেটিজেনরা ওই মন্তব্য ঘিরে নানা মন্তব্য করেন। রিঙ্কু হাজরা নামে এক নেট নাগরিক লেখেন, “মাননীয়া মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা চালানো হবে, হয়তো এই বিষয়ে এই ব্যক্তি অনেককিছু জানেন, প্লিজ স্যার আপনারা এনাকে জিজ্ঞাসাবাদ করুণ।” অন্যদিকে বাদলবাবুর করা সোস্যাল মিডিয়ার ওই মন্তব্যে নজর এড়ায়নি শাসক দলের তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের। তিনি ওই মন্তব্যের পাল্টা পোস্ট করেন, “কে এই বাদল? খুঁজে বের করা হোক। আইনি ব্যবস্থা হোক।” এরপরই দুর্গাপুর থানায় দুর্গাপুর মহকুমা আদালতের এক আইনজীবী সুদীপ দেবনাথ বাদল লস্করের নামে লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে রবিবার রাতেই তাঁকে গ্রেফতার করে পুলিশ।

আইনজীবী সুদীপ দেবনাথের অভিযোগ,”ওই ব্যক্তির উস্কানিমূলক মন্তব্যের কারণে দুষ্কৃতকারীরা উৎসাহিত হয়ে মাননীয়া মুখ্যমন্ত্রীর প্রাণহানি ঘটনার উদ্দেশ্যে পশ্চিমবঙ্গের যে কোন জায়গায় যেকোনো সময়ে মুখ্যমন্ত্রীর ওপর হামলা করতে পারে এবং ওনার প্রাণহানি ঘটাতে পারে। ওনার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেয়া হোক।”
অন্যদিকে বিষয়টি নিয়ে শহরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। সুর চড়িয়েছে বিরোধী বিজেপি। বিজেপি বিধায়ক লক্ষণ ঘোড়ুই বলেন,”মুখ্যমন্ত্রী কখন কি বলেন নিজেই জানেন না। সেই জন্যই বাংলার মানুষ কমেন্ট শুরু করেছে। এবার বাংলার মানুষ রাস্তায় নামবে প্রতিবাদ করবে গাড়ি আটকাবে। মুখ্যমন্ত্রী কত জনকে গ্রেপ্তার করবেন।”
এদিকে বিষয়টি নিয়ে কড়া মন্তব্য করেছেন রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার। তিনি বলেন,”আমরা স্তম্ভিত। মাননীয়া মুখ্যমন্ত্রীকে আক্রমণ হতে পারে বলে কেউ মন্তব্য করতে পারেন আমার এই রকম কোন চিন্তার ভেতরেই আসে না। যারা এই ধরনের ব্যতিক্রমী আচরণ করবেন তাদের বিরুদ্ধে প্রশাসন নিশ্চয়ই ব্যবস্থা নেবে। উল্টোপাল্টা বকারওতো একটা লিমিট থাকে। আমি শুনেছি পুলিশ ইতিমধ্যেই গ্রেফতার করেছে। আর ওনার যদি সত্যিই কোনো পরিকল্পনা জানা থাকে তাহলে নিশ্চয়ই পুলিশ তথ্য নিয়ে এর পিছনে যারা মাথা রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।”
অন্যদিকে ধৃত বাদল লস্করকে অবিলম্বে ছেড়ে না দিলে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিয়েছে বিজেপি।





