শুভ্রাচল চৌধুরী, বাঁকুড়া:– সম্প্রতি মালদায় অনুষ্ঠিত হয়ে গেল বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের নেতাজি সুভাষ স্টেটস গেমস। এই প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন জেলার প্রতিযোগীরা বিভিন্ন খেলায় অংশগ্রহণ করেন। এই প্রতিযোগিতায় ‘হ্যান্ড বল’ বিভাগে অংশগ্রহণ করেন বাঁকুড়া জেলার ছাতনার যুবক সিদ্ধেশ্বর মুখার্জী। হুগলি জেলার হয়ে ‘হ্যান্ড বল’ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন তিনি। রাজ্যের একাধিক জেলাকে হারিয়ে চতুর্থ স্থানাধিকারী হয় সিদ্ধেশ্বরের টিম। সিদ্ধেশ্বরের কথায়, ‘অলিম্পিক অ্যাসোসিয়েশনের খেলায় প্রথমবার অংশগ্রহণ করে খুব খুশি, আমার পরিবারও আমাদের টিমের এই সাফল্যে আনন্দিত। আগামীতে আরও ভালোভাবে খেলার চেষ্টা করব, ন্যাশনাল গেমসের জন্য প্রস্তুতি নিচ্ছি।’





