সঙ্গীতা চৌধুরীঃ- অনেক সময় দেখা যায় ধর্মের নানা জটিল বিষয়ে আমরা কোন কিছু না বুঝে নানান রকম নিদান দিয়ে বসি। কিন্তু সামনে বসে থাকা সেই মানুষটির সুবিধা- অসুবিধার কথা ভেবে দেখি না। কিন্তু আসলে ধর্ম তো সেটাই যা মানুষ ধারণ করে থাকে! যেমন বাড়িতে কেউ অপঘাতে মরলে অনেক সময় নানান রকম সমস্যা হয়। একবার একজন ভক্ত স্বামী সোমেশ্বরানন্দ মহারাজকে জিজ্ঞেস করেছিলেন,“আমার বোনের স্বামী আত্মঘাতী হয়েছেন নিজের বাড়িতে। বোন ভয় পাচ্ছে বাড়িতে থাকতে। ওরা কী করবে? আপনি যদি বলে দেন।”
স্বামী সোমেশ্বরানন্দ মহারাজ এর উত্তরে নির্দিষ্টভাবে কিছু না বললেও অনেক কিছু বলে বসেন। তিনি বলেন, “তিনি বাড়িতে কি কিছু দেখেছেন, যে জন্য ভয় পাচ্ছেন, নাকি এমনি কাল্পনিক ভয়। কাল্পনিক ভয় হলে কোন আত্মীয় বা আপনি ওদের বাড়িতে গিয়ে কিছুদিন থাকতে পারেন। যাতে তার ভয়টা ধীরে-ধীরে দূর হয়ে যায়। আর না হলে অন্য কোথাও বেড়াতে নিয়ে যাওয়া, এটাই করতে হয়। আমি কিছু বলে দিলেই তো হবে না, দেখতে হবে তিনি কি করতে পারেন, কোনটা তার পক্ষে সুবিধা। আপনার বোনের কথা বলছি, তার পক্ষে যেটা সম্ভব তিনি সেটাই করুন। মাঝে আপনারা কিছুদিন গিয়ে তার কাছে থেকে একটু সাহস দিতে পারেন, আপনি কিছুদিন থাকলেন, তারপর অন্য কোন আত্মীয় গেলেন, এরকম ভাবে দেখতে পারেন। শ্রাদ্ধ বা পিন্ডদান করে নিলে এগুলি অতটা হয় না। যদি সম্ভব হয়, গয়াতে গিয়েও এটা করতে পারেন। দেখুন কোনটা সুবিধা হয়।”





