সঙ্গীতা চৌধুরীাঃ- ধর্ম শব্দের সহজ ব্যাখ্যা হলো তাই যা ধারণ করা হয়। অর্থাৎ প্রেম , ভালোবাসা, স্নেহ, উদারতা- যা কিছু আপনার চরিত্রকে অন্যের চোখে পরিস্ফূট করে তোলে তাই আপনার ধর্ম। কিন্তু যদি একটি ছোট শিশুকে বোঝাতে হয় ধর্ম মানে কী? তবে তাকে আরও সহজ সরল উত্তর দিতে হবে। কী বলবেন তখন? এই প্রসঙ্গে স্বামী বিবেকানন্দ থেকে শুরু করুন স্বামী সোমেশ্বরানন্দ মহারাজ খুব সুন্দর করে ব্যাখা করেছিলেন ধর্ম কী!
একবার একজন ভক্ত প্রশ্ন করেন, ‘ধর্ম কী? এতরকম মত আছে। কাকে মানবো?’ এর উত্তরে স্বামী সোমেশ্বরানন্দ মহারাজ বলেছিলেন স্বামী বিবেকানন্দের বাণী। মহারাজের কথায়, “স্বামী বিবেকানন্দ বলেছেন, যা পশুকে মানুষ করে, মানুষকে দেবতা, সেটাই ধর্ম। পশু খাবার ছিনিয়ে নেয়, মানুষ ভাগ করে খায়, দেবতা আগে অন্যকে দিয়ে পরে নিজে খান। একজনের মধ্যে তিনটাই থাকে। কিন্তু কোন প্রবণতা বেশি? একটি থেকে পরেরটিতে ওঠাই ধর্ম।”





