eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে মা চণ্ডী সেবা সমিতির উদ্যোগে বর্ণাঢ্য কলস যাত্রা

দুর্গাপুরে মা চণ্ডী সেবা সমিতির উদ্যোগে বর্ণাঢ্য কলস যাত্রা

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুরের ১৩ নম্বর ওয়ার্ডের মেন গেট সংলগ্ন রামকৃষ্ণ পল্লীর চণ্ডী স্থানের প্রাচীন মা চণ্ডী মন্দিরের জীবন রক্ষাকারী স্তম্ভ এবং দেব-দেবীর নতুন শ্রী বিগ্রহের প্রতিষ্ঠা ও প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষ্যে পাঁচ দিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে মা চণ্ডী সেবা সমিতি। এই উপলক্ষ্যে সোমবার সকালে এক বর্ণাঢ্য কলস যাত্রার আয়োজন করা হয়। এছাড়াও এদিন দশবিধ স্নান, নববাধিনী কলস পূজা, বেদী পূজা, অগ্নি স্থাপন ও যজ্ঞ সহ একাধিক ধর্মীয় কর্মকাণ্ড অনুষ্ঠিত হয়।

আগামী চার দিন ধরেও চলবে নানা ধর্মীয় অনুষ্ঠান। যার মধ্যে রয়েছে মঙ্গলবার কর্ম কুটি সংস্কার, জলা অধিবাস ইত্যাদি নান অনুষ্ঠান। বুধবার, প্রতিমা মন্দিরের পূজা এবং শিখর স্নান, প্রতিমা প্রদক্ষিণ ইত্যাদি কর্মসূচি। বৃহস্পতিবার প্রতিমা বিসর্জন সহ একাধিক অনুষ্ঠান। শুক্রবারে প্রাণ প্রতিষ্টা, দেব-দেবীর ষোড়শোপচার পূজা, রুদ্রাভিষেক, হোম, আরতি সহ অষ্ট প্রহর কীর্তানুষ্ঠান। থাকবে প্রসাদ বিতরণ তথা ভাণ্ডারার ব্যবস্থাও।

সোমবারের কলস যাত্রায় অংশ নিয়েছিলেন ১৩ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর এবং দুর্গাপুর পৌর নিগমের প্রশাসনিক বোর্ডের সদস্য ধর্মেন্দ্র যাদব, ধৃতি জালান, যুব নেতা রাজু সিং, সমাজসেবক রাম কেওয়াল পণ্ডিত, লালবাবু প্রসাদ, সমাজসেবক অশোক পান্ডে, নন্দকিশোর যাদব এবং মন্দিরের পুরোহিত লক্ষ্মণ শাস্ত্রী ছাড়াও এলাকার মানুষজন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments