নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুষ্কৃতী তাণ্ডবে বিপাকে কাঁকসা ব্লকের বিদবিহার গ্রাম পঞ্চায়েতের শিবপুর গ্রামের কৃষকরা। তীব্র দাবদহে সেচের অভাবে নষ্টের মুখে বিঘার পর বিঘা ফসল। দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস গ্রাম পঞ্চায়েতের ।
প্রসঙ্গত ২০২১-২২ পঞ্চদশ অর্থ কমিশনের অর্থব্যয়ে বিদবিহার গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে শিবপুর গ্রামে চাষের জন্য সৌরশক্তি চালিত সাবমার্সিবল বসানো হয়। যার জেরে প্রায় একশ বিঘা জমিতে সেচের কাজে বিপ্লব ঘটে। শীত, গ্রীষ্ম দুই ঋতুতেই এই সাবমার্সিবলের জল ব্যবহার করে নানরকম সবজি ফলান স্থানীয় কৃষকেরা। এই গ্রামে কৃষিকাজের সঙ্গে যুক্ত রয়েছেন স্থানীয় প্রায় পঞ্চাশ জনেরও বেশী কৃষক। এই সাবমার্সিবলের জলে চাষ করে গত কয়েক বছরে লাভের মুখ দেখছেন এলাকার কৃষকরা। এরই মধ্যে গতকাল রবিবার ঘটে যায় মর্মান্তিক ঘটনা। এদিন সকালে কৃষকরা সাবমার্সিবল চালু করতে গিয়ে দেখেন সৌর প্যানেলের সমস্ত তামার তার চুরি গেছে। ওই সাবমার্সিবল চালাতে প্রায় ১৪টি সৌর প্যানেল লাগানো হয়েছিল। এমনকি চুরি গেছে সাবমার্সিবলের তারও। ফলে দুদিন ধরে চাষবাস বন্ধ। এদিকে এই তীব্র দাবদহে সেচের অভাবে ফসল নষ্ট হওয়ার আশঙ্কায় মাথায় হাত কৃষকদের।
এদিন স্থানীয় কৃষকরা বলেন, “আমাদের চাষের একমাত্র ভরসা এই সরকারি সাবমার্সিবল। দুষ্কৃতীরা যেভাবে তাণ্ডবলীলা চালিয়েছে তাতে এবার আমরা কিভাবে চাষ করবো ভেবে পাচ্ছি না। চরম দুর্বিপাকে পড়েছি আমরা। দ্রুত পদক্ষেপ গ্রহণ করুক প্রশাসন।”
ইতিমধ্যেই কাঁকসা থানার মলানদিঘী পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেছেন স্থানীয় কৃষকরা। পাশাপাশি দুষ্কৃতীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি তুলেছে তাঁরা। অন্যদিকে পুরো বিষয়টি জানতে পেরে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন বিদবিহার গ্রাম পঞ্চায়েতের সদস্য স্বপন সূত্রধর।





