নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– যুদ্ধের আবহে পানাগড় বায়ুসেনা ঘাঁটির নির্দেশে এবার রাত পাহারা শুরু করল কাঁকসার ত্রিলোক চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিরা।
ঘটনা প্রসঙ্গে জানা যায় এদিন পঞ্চায়েত সমিতির কার্যালয়ে সর্বদল ও সর্বধর্মের প্রতিনিধিদের সঙ্গে জুরুরি বৈঠক করেন পানাগড় বায়ুসেনা ঘাঁটির সেনা আধিকারিকরা। সেখানে একদিকে সাইরেন বাজলে কিভাবে ব্ল্যাক আউট করতে হবে সে বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি আগামী কিছুদিন এলাকায় নাজরদারি নির্দেশ দেওয়া হয়। সন্দেহভাজন কাউকে দেখলে দ্রুততার সাথে বায়ুসেনার টোল ফ্রি নম্বরে জানানোর কথা বলা হয়।
এই বিষয়ে ত্রিলোকচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান প্রসেনজিৎ ঘোষ বলেন, “পানাগড় বায়ু সেনা ঘাঁটির উচ্চ পর্যায়ের আধিকারিকরা এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে সন্দেহভাজন কাউকে দেখলে দ্রুততার সাথে টোল ফ্রি নম্বরে জানানোর কথা বলা হয়েছে। পাশাপাশি দফায় দফায় রাত জাগার বার্তা দেওয়া হয়। আমরা সেই মতো রাতে বাড়তি নজরদারি শুরু করেছি।”
সর্বপরি যুদ্ধ আবহে কোনো আতঙ্ক নয় বরং সচেতন থাকার বার্তা দেওয়া হয় সেনা আধিকারিকদের তরফে।





