eaibanglai
Homeএই বাংলায়জাতীয় পতাকার অবমাননা,আসানসোলে গ্রেফতার যুবক

জাতীয় পতাকার অবমাননা,আসানসোলে গ্রেফতার যুবক

সংবাদদাতা,আসানসোলঃ- পেহেলগাঁও জঙ্গি হামলার প্রত্যাঘাতে ভারতের “অপারেশন সিঁদুর” এর পর থেকে ভারত-পাকিস্তান দুই দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। এই যুদ্ধ আবহের মধ্যে শত্রুকে প্রতিহত করতে একত্রিত দেশবাসী। কিন্তু এরই মধ্যে সামাজিক মাধ্যমে দেশের প্রতি বিতর্কিত মন্তব্য ও জাতীয় পতাকার অবমাননার অভিযোগ উঠল আসানসোলে। ঘটনায় গ্রেফতার করা হয়েছে এক যুবককে।

পুলিশ সূত্রে জানা গেছে, ওই যুবক বারাবনি থানার অন্তর্গত পুচড়া গ্রাম পঞ্চায়েতের মদনপুর গ্রামের বাসিন্দা। সে জামুড়িয়ার একটি আয়রন স্পঞ্জ ফ্যাক্টরিতে ড্রাইভার পদে কর্মরত। অভিযোগ ওই যুবক নিজের সোসাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে কিছু অবমাননাকর ও বিতর্কিত ছবি ও লেখা পোস্ট করছিল। যা নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। যার পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্ত শুরু করে এবং সোমবার রাতে মদনপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করে। মঙ্গলবার ধৃতকে আসানসোল জেলা আদালতে তোলা হলে বিচারক তাকে সাত দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

পুলিশ জানিয়েছে, ধৃত যুবকের ফেসবুক পোস্টের বিষয়ে আরও তদন্ত চলছে এবং প্রয়োজনে অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments