নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- আবৃত্তি বাতায়ন( দুর্গাপুর) এবং মিউজিক২০০০ (কলকাতা)- এর যৌথ উদ্যোগে আয়োজিত সঙ্গীত ও বাচিক শিল্পীদের মনোজ্ঞ পরিবেশন উপভোগ করলেন দুর্গাপুরের বিপিনচন্দ্র পাল সভাগৃহে উপস্থিত উল্লেখযোগ্য সংখ্যক শ্রোতারা, ২৪ শে মে তারিখের সন্ধ্যায়। আবৃত্তি বাতায়ন -এর পরিচালিকা সাধনা রায়ের পরিচালনায় বিভিন্ন বয়সী শিল্পীরা একক, দ্বৈত ও সমবেত আবৃতি পরিবেশন করেন । রবীন্দ্র সংগীতের মনোগ্রাহী আসরে অংশ নেন বুদ্ধদেব সেনগুপ্ত, বাসবী বাগচি, সুমিতা রাহুত, ঋতুকণা ভৌমিক এবং জোনাকি মজুমদার। আধুনিক বাংলা গান গেয়ে শোনান সুমন চট্টোপাধ্যায় ও শুভ্রজিৎ আদক। সবশেষে আবৃতি ও শ্রুতি নাটকের আকর্ষণীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন খ্যাতনামা অভিনেতা তথা বাচিক শিল্পী শঙ্কর চক্রবর্তী এবং সাধনা রায়। সম্মেলক সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়,অংশ নেয় ‘মোহর’ সংস্থা, পরিচালনায় ছিলেন মালা দেববর্মন। সমগ্র অনুষ্ঠানের তত্ত্ববধানে ছিলেন মিউজিক ২০০০এর *কর্ণধার স্বরূপ পাল।




