সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- আসানসোলের জামুরিয়া এবং বরাকরে অবৈধ দখলদার নিয়ে বার বার অভিযোগ উঠেছে। এবার ওই এলাকায় অবৈধ দখলদার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করল দক্ষিণবঙ্গের বৃহত্তম বাণিজ্যিক সংগঠন ফেডারেশন অফ সাউথ বেঙ্গল চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বা ফসবেকি আসানসোল)। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে সোমবার পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবলম ও আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায়কে চিঠি দিলেন সংগঠনের সভাপতি শচীন রায়।
ফসবেকির সভাপতির লেখা চিঠিতে জানানো হয়েছে, জেলার এই গুরুত্বপূর্ণ শহরগুলোর মুল রাস্তার ফুটপাত দখল করে অবৈধভাবে দোকান বাজার গড়ে উঠেছে। যার ফলে শহরের পথ চলতি সাধারণ মানুষ ব্যস্ত রাস্তায় চলাচল করতে বাধ্য হচ্ছেন। যাতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। এমনকি এই অবৈধ দখলদারি শুধুমাত্র রাস্তার নিরাপত্তাই নয়, শহরের অগ্রগতি এবং বাণিজ্যিক কার্যকলাপকেও ব্যাহত করছে বলে চিঠিতে দাবি করা হয়েছে। যাতে শহরের নিরাপত্তা এবং অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করা যায়,সংগঠন এই বিষয়ে দ্রুত পদক্ষেপের আশা প্রকাশ করেছে।
প্রসঙ্গত , দিন কয়েক আগে আসানসোল শহরের অন্যতম ব্যস্ততম ও জনবহুল রাস্তা হটন রোড থেকে অবৈধ ও বেআইনি দখলদারদের উচ্ছেদ অভিযান কর্মসূচি গ্রহণ করেছিল আসানসোল পুরনিগম। ওই রাস্তায় বড় নিকাশিনালা তৈরির পরিকল্পনা করেছে পুরভবন। দিনক্ষণ ঠিক করে অবৈধভাবে গড়ে ওঠা দোকানগুলি সরিয়ে নিতেও বলা হয়েছিল দোকানিদের। সেই মতো দোকানদারেরা সরেও যান। কিন্তু কোন অজ্ঞাত কারণে একেবারে শেষ মুহুর্তে পুরনিগমের তরফে ওই অভিযান স্থগিত করে দেওয়া হয়। যা নিয়ে রাজনৈতিক থেকে বিভিন্ন মহলে বিতর্কও দানা বাঁধে।





