সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- ‘পায়ে পায়ে দিদি ভাই’ কর্মসূচির মাধ্যমে এলাকাবাসীর নানা সমস্যার কথা শোনার পাশাপাশি তা সমাধানের চেষ্টা করেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। এবার সেই কর্মসূচিতে মাত্র ৪৮ ঘন্টার মধ্যেই সমস্যা সমাধানে এগিয়ে এসে প্রতিশ্রুতি পালন করলেন বিধায়ক।
প্রসঙ্গত দিন দুয়েক আগে ‘পায়ে পায়ে দিদি ভাই’ কর্মসূচিতে, বার্নপুরের মসজিদ রোডে ধোবি লাইন পরিদর্শন এলাকা পরিদর্শন করেন বিধায়ক। এবং সেখানে এলাকার জলনিকাশী নিয়ে গুরুতর সমস্যার কথা জানতে পারেন তিনি। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে কাউন্সিলরকে অনুরোধ করেও নিকাশি নালা পরিস্কারের কোনো ব্যবস্থা করা যায়নি। এরপরই সমস্যা সমাধানের আশ্বাস দেন বিধায়ক এবং সেই মতো মাত্র ৪৮ ঘন্টার মধ্যে, বিধায়ক তার প্রতিশ্রুতি রক্ষা করেন। সোমবার জেসিবি মেশিন দিয়ে ওই এলাকায় নিকাশিনালা পরিষ্কারের কাজ শুরু করেন তিনি।
স্থানীয় বাসিন্দারা বিধায়কের এই প্রচেষ্টার প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বিধায়কের এই দ্রুত পদক্ষেপে খুশি এলাকার মানুষজন বলেন, “ওয়ার্ড কাউন্সিলরের যে কাজটি করা উচিত ছিল, তা বিধায়ক নিজেই করছেন।”





