সংবাদদাতা,বাঁকুড়াঃ- বর্তমান সময়ে পারিবারিক হিংসা খুনোখুনির পর্যায়ে চলে যাচ্ছে। আর যাতে জড়িয়ে পড়ছেন মহিলারা। মঙ্গলবার বাঁকুড়া জেলা সংশোধনাগার পরিদর্শন করে,পারিবারিক হিংসা নিয়ে এমনই উদ্বেগ প্রকাশ করলেন জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা। এদিনের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন কমিশনের অন্যতম সদস্য অর্চনা মজুমদার। সংশোধনাগারে মহিলা বন্দিরা কেমন আছেন, মহিলা বন্দীদের জীবন যাপন ও পরিকাঠামো খতিয়ে দেখেন প্রতিনিধি দলটি। এরপরই মহিলাদের পারিবারিক হিংসায় যুক্ত থাকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন অর্চনা দেবী।
পরিদর্শনের পর তিনি বলেন, “বাঁকুড়া জেলা সংশোধনাগারে বন্দি মহিলা কয়েদি রয়েছে ২৬ জন। এই ২৬ জনের মধ্যে প্রায় ২০ জনই পারিবারিক হিংসার ঘটনায় অভিযুক্ত। বেশিরভাগের বিরুদ্ধেই খুনের অভিযোগ রয়েছে। তার মধ্যে ৮ জন সাজাপ্রাপ্ত মহিলা কয়েদি,যারা খুনের ঘটনায় জড়িত। এই পরিসংখ্যান দেখলেই বোঝা যায় পারিবারিক হিংসা এমন জায়গায় পৌঁছে যাচ্ছে যে খুনখুনি হয়ে যাচ্ছে। তার আগে তা কিছুতেই থামানো যাচ্ছে না।” এ ব্যাপারে পুলিশ ও প্রশাসনের আরও উদ্যোগী হওয়ার প্রয়োজন রয়েছে বলেও মত প্রকাশ করেন তিনি।
এর পাশাপাশি এদিন অর্চনাদেবী বাঁকুড়া সংশোধনাগারের পরিকাঠামো, সুব্যবস্থা, কয়েদিদের খাবার দাবার ও নানান পরিষেবা নিয়ে প্রশংসাও করেন। এছাড়াও বেশ কিছু বিষয় নিয়ে সংশোধনাগার কর্তৃপক্ষে প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানান তিনি।





