নিউজ ডেস্কঃ সারা দেশের সাথে তাল মিলিয়ে মঙ্গলবার রাজ্যজুড়ে সাড়ম্বরে পালিত হচ্ছে ছট উৎসব। কালী পুজোর ঠিক ছদিন পরে এই উৎসব বলেই এই পুজোর এইরূপ নামকরণ। অনেকে আবার এই পুজোকে সূর্যষষ্ঠীও বলেন। এই পুজো মূলত মহিলাদের পুজো যা চলে মোটামুটি চার দিন ধরে। যদিও পরে পুরুষরাও এতে অংশ নেন এবং ‘ছট্টি মাইয়া’ নামেও দেবীর পুজো করে থাকেন। এই পুজোয় উদীয়মান সূর্য এবং অস্তগামী সূর্য দুইয়েরই পুজো হয়। পুজোর প্রথম দিনটি ‘নহায় খায়’ নামে প্রচলিত। দ্বিতীয় দিন হল ‘খর্না’। আর তৃতীয় দিনটি হলো ‘ছট’। চতুর্থ দিনটিকে সব থেকে পবিত্র বলে মনে করা হয়। এদিন সূর্যের উদ্দেশ্যে অর্ঘ্য উৎসর্গ করার মধ্য দিয়েই পুজো সম্পন্ন হয়। হিন্দীভাষীদের মধ্যেই এই পুজোর চল বেশি হলেও বাঙালীরাও ছট মাইয়ার পুজো করেন। অনেকেরই বিশ্বাস, ছট মাইয়ার কাছে মানত করলে তা নাকি সফল হয়। একদিকে ছট পুজোর পূণ্য লগ্ন আর অন্যদিকে এই পুজোকে কেন্দ্র করে সুস্বাদু ঠেকুয়ার আমেজ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ছট পুজো উপলক্ষ্যে দুদিনের সরকারী ছুটি ঘোষণা করায় সোনায় সোহাগা রাজ্যবাসীর।