eaibanglai
Homeএই বাংলায়হায়দ্রাবাদে রহস্য মৃত্যু আসানসোলের যুবকের

হায়দ্রাবাদে রহস্য মৃত্যু আসানসোলের যুবকের

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ– ভিন রাজ্যে কাজে গিয়ে রহস্যজনকভাবে মৃত্যু হল আসানসোলের পরিজায়ী শ্রমিক এক যুবকের। মৃত যুবকের নাম রোশন হেলা ওরফে ডাবা (৪৩)। বাড়ি আসানসোল উত্তর থানার রেলপারের রামকৃষ্ণডাঙালের ভুঁইয়াপাড়ায়। জানা গেছে রোশনের মৃত্যুর পর থেকে নিখোঁজ তার বন্ধু আসানসোলেরই এক যুবক রঞ্জিত পণ্ডিত। মৃতের পরিবারের দাবি রোশনকে খুন করা হয়েছে। জানা গেছে গত ২৪ জুন আধার কার্ডের নম্বর চেয়ে শেষ বার বাড়িতে ফোন করেছিল রোশন।

জানা গেছে গত ১৯ জুন আসানসোল থেকে কয়েক জন বন্ধুর সঙ্গে হায়াদ্রাবাদে কাজ করতে গিয়েছিল রোশন হেলা। সেখানে সে একটি বেসরকারি কারখানায় কাজে যোগ দেয়। কারখানার কর্মীদের বরাদ্দ আবাসনে থাকতো রোশন এবং রঞ্জিত। রঞ্জিত রামকৃষ্ণডাঙালের আখড়া ময়দান এলাকার বাসিন্দা।

গতকাল ওই আবাসন থেকে রোশনের রক্তাক্ত দেহ উদ্ধার করে সেখানকার পুলিশ। জানা গেছে, মৃতদেহ উদ্ধার হওয়ার পরে একটি খুনের মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। এদিকে ঘটনার পর থেকেই পলাতক রঞ্জিত।

মৃতের পরিবারের সদস্যরা জানান, গত কালই রোশনের মৃত্যুর খবর আসানসোল উত্তর থানার পুলিশ তাদের জানায়। তারপরেই পরিবারের সদস্যরা হায়দ্রাবাদের উদ্দেশ্যে রওনা দেয়।

অন্যদিকে, রোশনের ফেরার সঙ্গী রঞ্জিতের দাদা বজরঙ্গি পন্ডিত জানান, তার ভাই ফোন করে জানিয়েছিল তাদের কাজ থেকে ছাটাই করে দেওয়া হয়েছে। তবে তার ভাই এখন কোথায় আছে কি করছে তাদের জানা নেই।

সব মিলিয়ে পরযায়ী শ্রমিকে মৃত্যু ঘিরে রহস্যা দানা বেঁধেছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments