eaibanglai
Homeএই বাংলায়কসবা গণধর্ষণ এবং কালীগঞ্জে শিশু কন্যা হত্যার প্রতিবাদ

কসবা গণধর্ষণ এবং কালীগঞ্জে শিশু কন্যা হত্যার প্রতিবাদ

সংবাদদাতা,বাঁকুড়াঃ- কসবা গণধর্ষণ এবং কালীগঞ্জে ৯ বছরের শিশু কন্যা হত্যার প্রতিবাদে সরব হয়েছে বিরোধী দলগুলো। রাজ্য জুড়ে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের উদ্যোগে চলছে প্রতিবাদ কর্মসূচি। বৃহস্পতিবার এই ইস্যুতে বাঁকুড়ায় বিক্ষোভ প্রদর্শন করলেন বাম সমর্থিত সর্বভারতীয় আইনজীবী সংগঠন।

এদিন বাঁকুড়া কোর্ট চত্বরে বাঁকুড়ার সমস্ত বাম সমর্থিত আইনজীবীরা সমবেত হয়ে স্লোগানের মাধ্যমে বিক্ষোভ প্রদর্শন করেন। সর্বভারতীয় বাম সমর্থিত আইনজীবী সংগঠনের বাঁকুড়া শাখার সভাপতি নীলাঞ্জন দাশগুপ্ত বলেন, কসবা আইন মহাবিদ্যালয়ে যে কান্ড হয়েছে একজন আইনের ছাত্র হিসেবে আমরা তাতে লজ্জা অনুভব করছি। পশ্চিমবাংলার একটা রাজনৈতিক দল এ রাজ্যকে ধর্ষকদের আখড়া করে তুলেছে।”

সংগঠনের পক্ষ থেকে পশ্চিমবাংলায় চলা এই অরাজকতা শীঘ্রই বন্ধের দাবি জানানো হয়েছে। নতুবা বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছে বাম সমর্থিত আইনজীবীদের সংগঠনটি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments