নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির দেশজুড়ে ডাকা সাধারণ ধর্মঘটকে কেন্দ্র করে উত্তেজনা দুর্গাপুরে। জায়গায় জায়গায় বনধ সমর্থক ও তৃণমূল সমর্থকদের মধ্যে সংঘাত।
এদিন দুর্গাপুরের বাঁকুড়া মোড় অবরোধ করে বিক্ষোভ দেখায় বনধ সমর্থনকারীরা। বেশ কিছুক্ষণ ধরে অবরোধ চলে। এদিকে তৃণমূল সমর্থকরাও এলাকায় পৌঁছয় ও বনধ বিরোধী স্লোগান দিতে থাকে। ঘটনাকে ঘিরে সাময়িক উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায় বনধ সমর্থনকারীদের। যদিও পুলিশ পরিস্থিতি নিয়েন্ত্রণে আনে ও কিছুক্ষণ পর অবরোধ উঠে যায়।
অন্যদিকে দুর্গাপুর বাসস্ট্যান্ডেও এদিন বনধ সমর্থনকারীরা বিক্ষোভ দেখায়। সেখানে বাস বন্ধ করতে গেলে তৃণমূল সমর্থকরা বাধা দেয়। শুরু হয় দু দলের মধ্যে বাত বিতন্ডা। যা নিয়ে সাময়িক উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
প্রসঙ্গত কেন্দ্রীয় সরকারের শ্রমিক কোড বাতিলের দাবিতে বাম শ্রমিক সংগঠন সিটু সহ দশটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশন আজ দেশজুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে। অন্যদিকে কেন্দ্রীয় সরকারের শ্রমিক কোডের বিরোধীতা করলেও ধর্মঘটের বিরোধীতা করছে তৃণমূল কংগ্রেস। দিন দুই আগেই শহরে সাংবাদিক সম্মেলনে করে “ধর্মঘট হবেই, বাধা দিতে এলে প্রতিরোধ হবে।” বলে চ্যালেঞ্জ ছঁড়ে দিয়েছিলেন সিটু ও আইএনটিইউসি’র শ্রমিক নেতারা। অন্যদিকে আইনটিটিইউসি’র নেতৃত্বও পাল্টা বনধ প্রতিরোধ করা হবে বলে দাবি করেছিলেন।





