নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুরে আদি শক্তির মন্দিরে দুঃসাহসিক চুরি। খোয়া গেল সোনাদানা নগদ সহ কয়েক লক্ষ টাকার সামগ্রী। ঘটনা দুর্গাপুরের ধুনড়া প্লট এলাকার।
ঘটনা সূত্রে জানা যায়, অন্যান্য দিনের মতো এদিন সকালে পুরোহিত পুজো করতে গিয়ে দেখেন মন্দিরের তালা ভাঙা। তিনি বিষয়টি সঙ্গে সঙ্গে স্থানীয়দের জানান। সকলে মিলে মন্দিরের ভিতরে ঢুকে দেখেন মা কালীর শরীর থেকে সোনার রুপোর সমস্ত অলঙ্কার উধাও। নেই প্রণামী বাক্স। পরে পাশের ঝোপ থেকে উদ্ধার হয় ভাঙা প্রণামী বাক্সটি।
স্থানীয়রা জানান প্রতিদিন এলাকার ভক্তরা ওই কালী মন্দিরে আনাগোনা করেন। নিত্য পুজো হয় মায়ের। দিনে রাতে পুজো পাঠ চলে। তাদের দাবি দ্রুত চুরির ঘটনার সমাধান করে মায়ের মায়ের অলংকার সহ চুরির যাওয়া সামগ্রী ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে পুলিশকে।
অন্যদিকে খবর পেয়ে এদিন ঘটনাস্থলে পৌঁছয় ও এলাকা পরিদর্শন করে। এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে চুরির ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।





