সংবাদদাতা,বাঁকুড়াঃ- গত ১৬ মে ডিএ মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতার ২৫ শতাংশ মিটিয়ে দেওয়ার নির্দেশ দেয় রাজ্যকে। সেই বয়েকা মহার্ঘ ভাতার দাবিতে বুধবার পেন ডাউন করে ধর্মঘটে সামিল হলেন বাঁকুড়া জেলা আদালতের কর্মীরা। বুধবার সকাল থেকে আদালত চত্বরে হাজির হয়ে নিজেদের দাবির সমর্থনে ধর্মঘটে সামিল হয়ে স্লোগান দিতে থাকেন তাঁরা।
ধর্মঘটে অংশগ্রহণকারী আদালত কর্মীদের অভিযোগ, সুপ্রিম কোর্টের সুস্পষ্ট নির্দেশ থাকা সত্বেও রাজ্য সরকার মহার্ঘ্যভাতা দিতে টালবাহানা করছে। এর ফলে সরকারী কর্মীদের পাশাপাশি অবসরপ্রাপ্ত কর্মীরাও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
প্রসঙ্গত উল্লেখ্য দীর্ঘদিন ধরেই কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন পশ্চিমবঙ্গ সরকারের কর্মীরা ৷ হাইকোর্ট থেকে শুরু করে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল হয়ে মামলা পৌঁছয় সর্বোচ্চ আদালতে ৷ অগস্ট মাসে ফের এই মামলা শুনানি চলবে শীর্ষ আদালতে।





