eaibanglai
Homeএই বাংলায়বাঁকুড়ায় ফের জলের তলার শিলাবতী সেতুর কজওয়ে

বাঁকুড়ায় ফের জলের তলার শিলাবতী সেতুর কজওয়ে

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- টানা বৃষ্টিতে বাঁকুড়ার সিমলাপালের পাথরডাঙ্গা সংলগ্ন শিলাবতী সেতুর কজওয়ে ডুবেছে জলের তলায়। ফলে লক্ষীসাগর-বাঁকুড়া ভায়া হাড়মাসড়া রাস্তায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। চরম সমস্যায় সিমলাপাল ও তালডাংরা ব্লক এলাকার একটা অংশের মানুষ।

গত কয়েক দিনের টানা বৃষ্টিতে বাঁকুড়া জেলার অন্যান্য নদী গুলির সঙ্গে জলস্তর বেড়েছে শিলাবতীরও । এরফলে বৃহস্পতিবার জলের তলায় তলিয়ে যায় শিলাবতী নদীর উপর পাথরডাঙ্গা কজওয়েটি। ফলে এদিন প্রশাসনের তরফে পাথরডাঙ্গা কজওয়ে দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। বৃষ্টির পরিমান বাড়লে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

প্রসঙ্গত উল্লেখ্য, চলতি মরশুমে এই নিয়ে তৃতীয়বার জলে ডুবলো সিমলাপালের শিলাবতী সেতুর কজওয়ে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments