সংবাদদাতা,আসানসোলঃ- পথ চলতি তরুণীর সঙ্গে অশ্লীল ব্যবহার ও হেনস্থার। রুখে দাঁড়াল দুই তরুণী, সঙ্গ দিল পথ চলতি স্থানীয়রা। অভিযোগ পেয়ে ৬ রোমিওকে গ্রেফতার করল পুলিশ। ঘটনা আসানসোলের কুলটি থানার বরাকর ফাঁড়ির অন্তর্গত বরাকর স্টেশন রোডের।
ঘটনা সূত্রে জানা যায় শনিবার সন্ধ্যায় একটি স্কুটিতে করে দুই তরুণী বরাকর স্টেশন রোড ধরে যাচ্ছিলেন। সেই সময় একটি চারচাকা গাড়ি তরুণীদের স্কুটি ধাওয়া করে এবং গাড়িতে থাকা ৬ তরুণ তরুণীদের বিরুদ্ধে অশ্লীল ভাষায় কথা বলার পাশাপাশি অসভ্য অশোভন ইঙ্গিত করতে থাকে। ঘটনায় ভয় না পেয়ে রুখে দাঁড়ায় ক্ষুব্ধ দুই তরুণী। স্কুটি গাড়ির সামনে দাঁড় করিয়ে প্রতিবাদ জানায় তারা। বিষয়টি নজরে আসতে স্থানীয়রাও দুই তরুণীর পাশে দাঁড়ায় এবং তরুণদের গাড়ি চাবি খুলে তরুণীদের হাতে তুলে দেয়। পরে তরুণীরা ওই গাড়ির চাবি বরাকর ফাঁড়ির পুলিশের কাছে জমাদেন এবং অভিযুক্ত যুবকদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। তৎপরতা দেখায় পুলিশও। অভিযোগ পেয়ে রাতেই ৬ অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।





