eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরের সভা থেকে অনুপ্রবেশ ইস্যুতে কড়া বার্তা নরেন্দ্র মোদির

দুর্গাপুরের সভা থেকে অনুপ্রবেশ ইস্যুতে কড়া বার্তা নরেন্দ্র মোদির

নিজস্ব সংবাদদাত,দুর্গাপুরঃ– শুক্রবার দুর্গাপুরের সভা থেকে অবৈধ অনুপ্রবেশ নিয়ে কড়া বার্তা শোনা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখে। এদিন দুপুরে দুর্গাপুরের নেহেরু স্টেডিয়ামে দলীয় জনসভায় যোগ দেন মোদি। এদিন সভায় তাকে বলতে শোনা যায়, ‘দুর্গাপুরের মাটি থেকে আমি স্পষ্ট করে বলতে চাই, যারা ভারতের নাগরিক নয়, যারা অবৈধ ভাবে এই দেশে প্রবেশ করেছে,তাদের বিরুদ্ধে ভারতের সংবিধান অনুসারে আইনি ব্যবস্থা নেওয়া অব্যাহত থাকবে।’ অনুপ্রবেশ নিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে তুলোধুনা করতেও ছাড়েননি তিনি। সভা থেকে তিনি বলেন, “তৃণমূল নিজের স্বার্থে বাংলার সম্মানকে মাটিতে মিশিয়ে দিয়েছে। অনুপ্রবেশকারীদের বাঁচাতে ফন্দি এঁটেছে। অনুপ্রবেশকারীদের দেশে কোনও জায়গা নেই। যে ভারতের নাগরিক নয়, বেআইনি অনুপ্রবেশ করেছে, তাদের বিরুদ্ধে সংবিধান মেনে ব্যবস্থা নেওয়া হবে। এটা মোদির গ্যারান্টি।”

সম্প্রতি দিল্লিতে ‘জয় হিন্দ’ কলোনির বাসিন্দাদের ‘বাংলাদেশি’ তকমা দিয়ে ভিটে ছাড়া করার অভিযোগ ওঠে বিজেপি সরকারের বিরুদ্ধে। অন্যদিকে কোচবিহারের এক ব্যক্তিকে ‘বাংলাদেশি’ বলে চিহ্নিত করে নোটিস পাঠিয়েছে অসমের ফরেনার্স ট্রাইবুনাল। এই ধরনের ঘটনাগুলি প্রেক্ষিতে বিজেপিশাসিত রাজ্যগুলিতে বাঙালিদের হেনস্থার মুখে পড়তে হচ্ছে বলে দাবি করে, এর প্রতিবাদে গত ১৪ জুলাই কলকাতায় মিছিল ও সভা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের সভা থেকে সেই অভিযোগ উড়িয়ে দেন প্রধানমন্ত্রী। পাল্টা তিনি দাবি করেন, বিজেপিশাসিত রাজ্যগুলিতে বাংলা ভাষা এবং পশ্চিমবঙ্গের জনগণকে সর্বোচ্চ সম্মান দেওয়া হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments