eaibanglai
Homeএই বাংলায়ভিড় এড়াতে গর্ভগৃহের বাইরে থেকেই বাবার মাথায় জল রাঢ়েশ্বর শিব মন্দিরে

ভিড় এড়াতে গর্ভগৃহের বাইরে থেকেই বাবার মাথায় জল রাঢ়েশ্বর শিব মন্দিরে

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- ভিড় এড়াতে অভিনব উদ্যোগ কাঁকসার প্রচীন রাঢ়েশ্বর শিব মন্দিরে। গর্ভগৃহের বাইরে থেকেই বাবার মাথায় জল ঢালার ব্যবস্থা করেছে মন্দির কর্তৃপক্ষ। গর্ভগৃহের বাইরে একটি পাত্রে ঢালা হচ্ছে জল, সেই জল পাইপ লাইনের মাধ্যমে পড়ছে শিবের মাথায়। শ্রাবণ মাসের প্রথম সোমবারেই উপচে পড়া ভিড় দুর্গাপুর মহকুমার প্রাচীন এই শিব মন্দিরে।

প্রতিবছরই শ্রাবণ মাসে এই শৈব তীর্থে বাবার মাথায় জল ঢালতে ভিড় জমান পুণ্যার্থীরা। বিশেষত শ্রাবণ মাসের সোমবারগুলিতে। দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন বাবার জালাভিষেক করতে। বিশ্বাস ভক্তি আর আস্থা নিয়ে বাবার মাথায় জল ঢেলে প্রার্থণা করলে তা পূরণ হয় বলেই দাবি ভক্তদের। আজ শ্রাবণ মাসের প্রথম সোমবারের ভোর থেকেই মন্দিরে হাজির হন ভক্তরা। কেউ ১৫ কিলোমিটার দূরে অজয় নদ থেকে আবার কেউ সম দূরত্বের দামোদর নদ থেকে বাঁকে করে কলসির মাধ্যমে জল নিয়ে হাজির হয়েছেন বাবার দ্বারে। এদিন প্রায় কয়েক হাজার ভক্তের সমাগম হয়। অন্য দিকে ভিড় সামাল দিতে ও কোনোরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে মন্দির পরিসরে কড়া নজরদারির ব্যবস্থা করেছে কাঁকসা থানার পুলিশ।

প্রসঙ্গত প্রায় ৮০০ বছরের প্রাচীন কাঁকসার এই রাঢ়েশ্বর শিব মন্দির। বাংলার রাজা বল্লাল সেনের আমলে তৈরি এই প্রচীন মন্দির ঘিরে প্রচলিত রয়েছে নানা কাহিনী। কথিত আছে রাজা বল্লাল সেনের জটিল রোগ নির্মূল হয়েছিল রাঢ়েশ্বর শিবমন্দির স্থাপন করে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments