সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- আসানসোলের স্বাস্থ্য পিরষেবা নিয়ে উদ্বেগ প্রকাশ করে “নো হেল্থ, নো ভোট ” শ্লোগানকে সামনে রেখে আমরণ অনশন শুরু করল পশ্চিম বর্ধমান জেলা যুব কংগ্রেস। অভিযোগ আসানসোলের স্বাস্থ্য পরিস্থিতি ভেঙে পড়েছে। পরিষেবা না পেয়ে হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ।
যুব কংগ্রেসের জেলা সভাপতি রবি যাদব স্বাস্থ্য পরিষেবা নিয়ে অভিযোগ তুলে বলেন, “সরকারি হাসপাতালের ডাক্তাররা বেসরকারি ক্লিনিক চালাচ্ছেন। তারা নার্সিং হোমে ডিউটি করছেন। কিন্তু তারা সরকারি হাসপাতালে যাচ্ছেন না। এছাড়াও ব্লাড ব্যাঙ্কগুলিতেও রক্তের ঘাটতি তৈরি হয়েছে। যে কারণে রক্তদান শিবির থেকে রক্ত সংগ্রহ করা হচ্ছে। কিন্তু টাকার বিনিময়ে সেই রক্ত নার্সিং হোমে পৌচ্ছে যাচ্ছে। এই নোংরা ব্যবসা গত বহু বছর ধরে চলছে। অন্যদিকে সরকারি হাসপাতালে বেড পাওয়া যায় না। কিন্তু যখন কোনও নেতার কাছ থেকে ফোন আসে, তখন সেখানে বেড পাওয়া যায়। আবার যদি কেউ ফোন করতে না পারে, তাহলে তার রোগীকে বর্ধমান বা কলকাতায় রেফার করা হয়। ফলে রোগী ও তাদের পরিবারের সদস্যদেরকে হেনস্থার শিকার হতে হয়।” আর এই ভেঙে পড়া স্বাস্থ্য পরিষেবার জন্য আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়কে কাঠগড়ায় তোলেন তিনি। তাঁর দাবি ২১শে জুলাই টিএমসির সভায় কীভাবে বেশী বেশী লোক পাঠানো যায় তা নিয়েই ব্যস্ত মেয়র। আসানসোলের মানুষকে স্বাস্থ্য পরিষেবা দিয়ে কীভাবে সুস্থ রাখবেন তা নিয়ে তাঁর কোনো ভ্রুক্ষেপ নেই। অবিলম্বে স্বাস্থ্য পরিষেবার উন্নতি না হলে আগামীতে অনশন চলতে থাকবে বলে এদিন হুঁশিয়ারি দেন যুব কংগ্রেস নেতৃত্ব।
এদিনের যুব কংগ্রেসের এই কর্মসূচিতে জেলা সভাপতি ছাড়াও অংশ নিয়েছিলেন প্রদেশ কংগ্রেসের সদস্য প্রসেনজিৎ পুইতুন্ডি সহ বিপুল সংখ্যায় যুব কংগ্রেস কর্মীরা।





