সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- আইনশৃঙ্খলা নয়, প্রশাসন ব্যস্ত বালি মাফিয়াদের রক্ষায়। এমনই অভিযোগ তুলে ও পুলিশের নিষ্ক্রিয়তার প্রতিবাদে আসানসোলের রানিগঞ্জ থানা ঘেরাও করে প্রতিবাদে সরব হল বিজেপি। এদিন বিজেপি নেতা ও কর্মীরা মিছিল করে প্রথমে রানিগঞ্জ থানার সামনে পৌঁছয়। অন্যদিকে আগে থেকেই থানায় গেট আটকে ব্যারিকেড করা হয়েছিলো। যাতে বিজেপি কর্মীরা থানায় ঢুকতে না পারেন। মোতায়েন করা হয়েছিলো বিশাল পুলিশ বাহিনী। এদিকে বিজেপির মিছিল থানায় কাছে পৌঁছতেই দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। বিজেপি কর্মীরা থানার ভেতরে ঢোকার চেষ্টা করলে পুলিশ কর্মীরা বাধা দেন। ফলে সাময়িক উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। এরপরে রানিগঞ্জ থানার সামনে বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি নেতা কর্মীরা। পরে বিজেপির এক প্রতিনিধি দল রানিগঞ্জ থানার আধিকারিকের সঙ্গে দেখা করে স্মারক লিপি জমা দেন।
এদিনের কর্মসূচি প্রসঙ্গে বিজেপির জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য বলেন, “বর্তমানে পুলিশ প্রশাসন এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার থেকে মাফিয়াদের রক্ষা করতে বেশী তৎপর। দামোদর নদীর ঘাট থেকে রানিগঞ্জের ঘাট, অন্ডাল নদীর ঘাট পর্যন্ত পুলিশের সহযোগিতায় বালি মাফিয়ারা অবৈধভাবে বালি উত্তোলন করে যাচ্ছে। তাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ গ্রহণ করছে না পুলিশ। আধিকারিকদের বক্তব্য, উপর থেকে নির্দেশ না দিলে তারা কোন পদক্ষেপ পারেন না তারা। এতেই বোঝা যায় পুলিশ উপরের নির্দেশ মেনে চলে। স্থানীয় সমস্যা নিয়ে কোন পদক্ষেপ নিতে পারেনা পুলিশ।”





