নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- ফুটবল দিবসে মোহনবাগান ফ্যান ক্লাবের বিশেষ উদ্যোগ। সবুজ মেরুনের আবেগকে সঙ্গী করে মোহনবাগান ফ্যান ক্লাব দুর্গাপুর আয়োজন করেছিল মহতি রক্তদান শিবির। শুধু তাই নয়, সাংবাদিকদের জন্য করা হয়েছিল বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থাও।
সিটিসেন্টারের মাঙ্গলিক হলে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন মোহনবাগান ক্লাবের সদস্যরা ছাড়াও শহরের বিশিষ্টজনেরা। এদিনের শিবিরে প্রায় ৫০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। দুর্গাপুর মহকুমা হাসপাতালের ব্লাড সেন্টার রক্ত সংগ্রহ করে।
সবুজ-মেরুনপ্রেমীরা দুর্গাপুরের ‘মোহনবাগান সরণী’তে পলাশ ও কৃষ্ণচূড়া গালানোর কর্মসূচিরও সূচনা করেন, চারা গাছ রোপণ করে। প্রসঙ্গত পুরো সরণীটির দুই পাশে লাল ফুলে ভরে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
দুর্গাপুর মোহনবাগান ফ্যান ক্লাবের সম্পাদক সুপ্রিয় গঙ্গোপাধ্যায় এদিন বলেন, “প্রতিবছরই আমাদের এই ধরণের কর্মসূচি হয়। আজও সাংবাদিকদের স্বাস্থ্য পরীক্ষা, রক্তদান শিবির থেকে শুরু করে বৃক্ষরোপণ সব মিলিয়ে ফুটবল দিবসকে সমাজের জন্য উৎসর্গ করা হল। মোহনবাগান শুধু ক্লাব নয়, এটি মানুষের আবেগ, এটি সামাজিক দায়িত্বও বহন করে।”
রক্তের বিন্দু বিন্দুতেও সবুজ মেরুনের আবেগকে সঙ্গী করে সামাজিক দায়িত্বও পালন করে চলেছে মোহনবাগান ফ্যান ক্লাব। তাই শুধু মাঠে নয়, সবুজ-মেরুনের পতাকা সমাজসেবার মঞ্চেও সমানভাবে উড়ে চলেছে।





