সংবাদদাতা,বাঁকুড়াঃ- এবার গরু-ছাগল চরাতে গিয়ে বজ্রপাতে মৃত্যুর ঘটনা ঘটল বাঁকুড়ায় । মৃতের নাম তারাপদ বাউরী (৪০)। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার গঙ্গাজলঘাটি ব্লকের গোপীনাথপুর গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো এদিনও গরু ও ছাগল চরাতে মাঠে গিয়েছিলেন তারাপদ। দুপুরে আচমকা প্রবল বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। সেই সময় বজ্রাঘাতে গুরুতর জখম হন তিনি। তড়িঘড়ি গ্রামবাসীরা তাকে উদ্ধার করে অমরকানন গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান গঙ্গাজলঘাটি পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি নিমাই মাজী, কৃষি কর্মাধ্যক্ষ পল্লব পাণ্ডে সহ অন্যান্যরা। সহ-সভাপতি নিমাই মাজীর জানান, পরিবারটির প্রতি সমবেদনা জানাই। প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সাহায্যের ব্যবস্থা করা হবে।
প্রসঙ্গত দিন দুই আগেই বাঁকুড়ার সারেঙ্গায় মাঠে চাষের কাজ করার সময় বাজ পড়ে মৃত্যু হয় এক কৃষকের।





