সংবাদদাতা,বাঁকুড়া:- দিন দিন পেট্রোল ডিজেলের দাম বাড়ছে কারণ যোগান কমছে। “ফসিল ফিউএল” অর্থাৎ জীবাশ্ম জ্বালানি সীমিত। তাই প্রতিবছর এর দাম ঊর্ধ্বমুখী হতে থাকবে। সেই কারণেই গ্রীন এনার্জি ব্যবহার করে যানবাহন তৈরির হিড়িক পড়ে গিয়েছে বিশ্বজুড়ে। সেই হিড়িকে গা ভাসিয়েছেন বাঁকুড়ার চঞ্চল সিং। একের পর এক উদ্ভাবন করে চলেছেন তিনি। প্রথমে ইভি ( ইলেকট্রিক ভেইকেল) জিপ গাড়ি, তারপর ইলেকট্রনিক টোটো, ইলেকট্রিক বাস তৈরির করার এবার বাণিজ্যেকভাবে তৈরি করছেন ইলেকট্রিক সাইকেল ও মোটরসাইকেল, তাও আবার সুলভ মূল্যে। এই সাইকেল ও মোটর সাইকেল শুধু দেশে নয় বিদেশেও পাড়ি দিচ্ছে।
এই ইলেকট্রিক সাইকেলে রয়েছে মোটরসাইকেলের মত চাবি, রয়েছে একটি ছোট ডিসপ্লে, রয়েছে হর্ন ও কম্পাস। এছাড়াও রয়েছে “এক্সিলারেটর”। সাইকেলে বসতে পারবেন দু’জন । বসার জায়গাটা অনেকটা স্কুটির মতো আরামদায়ক। পিছনের ব্যক্তির জন্য রয়েছে “ব্যাক রেস্ট”। এই সাইকেল পুরো চার্জ হতে সময় লাগে তিন ঘন্টা। ব্যাটারি অনুযায়ী দেবে মাইলেজ, তবে স্ট্যান্ডার্ড মাইলেজ ৫৫ কিলোমিটার। দাম মাএ ১৮০০০ টাকা থেকে শুরু। এছাড়াও চঞ্চলবাবুর তৈরি ইভি বাইকও সকলের নজর কাড়ছে। কম উচ্চতার ব্যক্তিদের জন্যও রয়েছে বিশেষ ইভি বাইক। বাঁকুড়া শহরের অদূরে পুরন্দরপুরে রয়েছে এই ইলেকট্রিক সাইকেল ও বাইকের শোরুম। কাছাকাছি রয়েছে সার্ভিস সেন্টারও।
কেন্দ্রের আত্মনির্ভর ভারত অভিযানকে সামনে রেখে ইভি বিপ্লব করার স্বপ্ন চঞ্চল সিংয়ের। নিজের উদ্ভাবনী ক্ষমতা কাজে লাগিয়ে শুধু বাঁকুড়া নয় সারা দেশেরে জন্য ইলেকট্রিক যানবাহন তৈরি করতে চায় বাঁকুড়ার এই যুবক।




