eaibanglai
Homeএই বাংলায়"জয় শ্রীরাম" লেখা নিয়ে রাজনৈতিক পারদ চড়ল দুর্গাপুরে

“জয় শ্রীরাম” লেখা নিয়ে রাজনৈতিক পারদ চড়ল দুর্গাপুরে

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- “জয় শ্রীরাম” লেখা নিয়ে বিতর্কে সরগরম দুর্গাপুর। চড়ল রাজনৈতিক পারদ। ঘটনার সূত্রপাত বিজোন রুটের একটি মিনিবাস থেকে। ওই মিনিবাসের সামনের কাঁচে হিন্দি ভাষায় লেখা ছিল “জয় শ্রীরাম”। যার বিরোধীতায় সরব হয় বাংলা পক্ষের সদস্যরা। তারা জোর করে ওই লেখা ঢেকে দেয় কাগজ ও প্লাস্টিক দিয়ে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সেই ভিডিও। যার প্রেক্ষিতে বাংলা পক্ষের সদস্যরা জানান, বাংলায় থাকলে আগে বাংলা ভাষাকে সন্মান করতে হবে। বাংলা ভাষাতেই লেখা হোক “জয় শ্রীরাম”, অসুবিধে কোথায়!

এই ঘটনা নিয়ে শিল্প শহরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপি জেলা নেতৃত্বের দাবি বাংলা পক্ষ তৃণমূলের শাখা সংগঠন হিসেবে কাজ করছে। বিজেপির বর্ধমান সদর সাংগঠনিক জেলা সহসভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, “বাংলা পক্ষ এতদিন ভাষাগত,জাতিগত আন্দোলন করছিল। দুর্গাপুরের বুকে দেখা গেল এই সংগঠন এখন ধর্ম নিয়ে আন্দোলন করেছে। যার প্রতিবাদে বিজেপির পক্ষ থেকে শহরের সমস্ত মিনিবাসে “জয় শ্রীরাম” লেখা ঝাণ্ডা লাগানো হয়েছে। যেভাবে রাজ্যের সরকার তথা মুখ্যমন্ত্রী জেহাদিদের উৎসাহ দিচ্ছে সেভাবেই তৃণমূলের শাখা সংগঠন বাংলা পক্ষ জেহাদিদের পক্ষে কাজ করছে।”

অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পাল্টা দাবি ওই সংগঠনের সঙ্গে তাঁদের দলের কোন যোগ নেই। তৃণমূল নেতা রমাপ্রসাদ হালদার বলেন, “বিজেপির নেতারা বাজার গরম করতে মিথ্যে কথা বলছেন।”

সবমিলিয়ে একটি মিনিবাসের লেখা নিয়ে শিল্পাঞ্চলে শুরু হয়েছে ধর্ম নিয়ে রাজনৈতিক বিতর্ক ও চাপানউতোর।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments