নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- বোনাস আর মজুরি ইস্যুতে উত্তাল দুর্গাপুর ইস্পাত কারখানা চত্বর। ঠিকাদার এবং তৃণমূল শ্রমিক সংগঠনের কোর কমিটির নেতাদের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লো অস্থায়ী শ্রমিকরা। বর্তমান কোর কমিটির ব্যর্থতার অভিযোগ তুলে বুধবার সকাল থেকে দুর্গাপুর ইস্পাত কারখানার মূল গেটের সামনে নিজেদের দাবী আদায়ে তৃণমূল শ্রমিক সংগঠনের দলীয় ঝান্ডা নিয়ে আন্দোলনে নামে অস্থায়ী কর্মীদের একাংশ। কাজ বন্ধ রেখেই বিক্ষোভে সামিল হন এই আন্দোলনরত তৃণমূল কর্মীরা।
এদিন তৃণমূলের নব নির্বাচিত শ্রমিক সংগঠনের কোর কমিটির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন আন্দোলনরত কর্মীরা। তাদের অভিযোগ, বর্তমান কোর কমিটির ব্যর্থতার জন্যই তাদের সমস্যার মুখে পড়তে হচ্ছে। বিগত দিনে তৃণমূল শ্রমিক সংগঠন নেতৃত্ব সমস্যার কথা শুনতো এবং সেগুলি সমাধান করত। কিন্তু বর্তমানে চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে তাদের। তাই তারা বাধ্য হয়ে আন্দোলনে নেমেছেন।
এক শ্রমিক বলেন,”দুর্গাপুর ইস্পাত কারখানার ভেতর সেকশন মিল বন্ধ হয়ে আছে। আমরা কোর কমিটির সদস্যদের একাধিকবার জানিয়েছি। কিন্তু তারা কেউ দেখতে আসেনি। আগে ১১% বোনাস পেতাম। কিন্তু বর্তমানে ৮.৩৩ শতাংশ বোনাস দিতে চাইছে। পে স্লিপ দেওয়া হচ্ছে না। আমরা পরিশ্রম করছি কিন্তু মজুরি পাচ্ছিনা। এই কোর কমিটির কাছে আমরা একাধিকবার অভিযোগ করেছি। কিন্তু কোন কাজ হয়নি।” আন্দোলনরত অন্য এক শ্রমিক বলেন, “দীর্ঘ আট মাস ধরে বেতন অনিয়মিত হয়ে পড়েছে। আবার সামনের মাস থেকে হাফ পেমেন্ট নাকি দিয়ে দিতে হবে ঠিকাদারকে,নচেৎ চাকরী থাকবে না। বেতন বৈষম্য রয়েছে, বারবার দলের শ্রমিক সংগঠনের কোর কমিটিকে বলা হলেও কাজের কাজ কিছু হয়নি উল্টে দাপিয়ে বেড়াচ্ছে এই ঠিকাদাররা।”
এরই মাঝে তৃণমূল শ্রমিক সংগঠনের কোর কমিটির নেতা বান্টি সিং ও পূর্ণনন্দ চট্টরাজ উত্তেজিত তৃণমূল কর্মীদের বোঝাতে গেলে প্রবল বিক্ষোভের মুখে পড়েন। রীতিমতো মূল গেট থেকে তৃণমূল শ্রমিক সংগঠনের কোর কমিটির দুই নেতাকে সরিয়ে দেওয়া হয়, শুরু হয় ধস্তাধস্তি। পরিস্থিতি সামাল দিতে আসরে নামতে হয় পুলিশকে।
প্রসঙ্গত দুর্গাপুর মহকুমাতে সদ্য গঠিত হয়েছে তৃণমূল শ্রমিক সংগঠনের কোর কমিটি। বারো জনের এই কমিটির মাথায় রয়েছেন সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এবার থেকে শ্রমিক সংক্রান্ত যে কোনো রকমের সমস্যার সমাধান এই কোর কমিটি করবে বলে বার বার জানিয়েছেন ঋতব্রত। এদিকে দলেরই একাংশ কর্মীদের ক্ষোভের মুখে পড়ে রীতিমত বিব্রত দলীয় নেতৃত্ব।
যদিও তৃণমূল শ্রমিক সংগঠনের কোর কমিটির সদস্য মানস অধিকারী এদিন বলেন,”শ্রমিকদের সমস্যা নিয়ে আমরা প্রতিনিয়ত লড়ছি। দুর্গাপুর ইস্পাত কারখানার কাছে আমরা দাবি রাখবো যাতে শ্রমিকদের সমস্যার দ্রুত সমাধান হয়।”




