সংবাদদাতা, বাঁকুড়া:- ২০২৫ সালে জাতীয় শিক্ষকের সম্মানের জন্য মনোনীত হয়েছেন বাঁকুড়া শহরের সুকান্তপল্লীর বাসিন্দা ইন্দ্রনীল মুখার্জী। বর্তমানে তিনি দুর্গাপুর আই টি আই কলেজে শিক্ষকতা করেন। আগামী ৫ ই সেপ্টেম্বর রাজধানীতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় শিক্ষক পুরস্কার গ্রহণ করবেন তিনি। এই অনুষ্ঠানে যোগ দিতে আগামী মাসের ৩ তারিখ রাজধানীর উদ্দেশ্যে পাড়ি দেবেন ইন্দ্রনীলবাবু।
১৬ বছরের সার্ভিস জীবনে এটি একটি বড় প্রাপ্তি বলে মনে করছেন শিক্ষক ইন্দ্রনীল মুখার্জি। আইটিআই টালিগঞ্জে শুরু হয়েছিল শিক্ষকতার জীবন, তারপর ২০১৮ সালে চলে আসেন দুর্গাপুর আইটিআই। ২০২৫ সালে মিলল দেশের সেরা শিক্ষকের জাতীয় তকমা। শিক্ষকতার পাশাপাশি অভিনয়, নাটক, শর্ট ফিল্ম পরিচালনা এবং গানের সুর দিতে পছন্দ করেন তিনি। ছাত্র-ছাত্রীদের কাছেও খুব প্রিয় একজন মানুষ হয়ে উঠেছেন শিক্ষকতার হাত ধরে।
শিক্ষক ইন্দ্রনীল মুখার্জীর এই স্বীকৃতি শুধু বাঁকুড়া জেলাকেই নয় বাংলা তথা পশ্চিমবঙ্গকে গর্বিত করেছে। প্রসঙ্গত উল্লেখ্য এবারের জাতীয় শিক্ষকের জন্য় বাংলা থেকে দু’জন শিক্ষক মনোনীত হয়েছেন। আর এই দু’জনই দুর্গাপুর আই টি আই কলেজে শিক্ষকতা করেন।





