সংবাদদাতা,বাঁকুড়াঃ- প্রকাশ্য দিবালোকে অবাধে চলছিল মোরাম চুরির ঘটনা। অভিযান চালিয়ে মোরাম বোঝাই দুটি ট্রাক্টর আটক করে পুলিশের হাতে তুলে দিল ভূমি দপ্তর। ঘটনা বিষ্ণুপুর বিধানসভার তালডাংরা ব্লকের ভীমারডাঙ্গা এলাকার।
স্থানীয়দের দাবি দীর্ঘদিন ধরে এই এলাকায় প্রকাশ্যে মোরাম চুরির ঘটনা চলছে। মোরাম তুলতে তুলতে পুরো এলাকায় তৈরি হয়েছে ছোটো বড় নানা আকারের পুকুর। প্রতিদিনের মতো এদিনও প্রশাসনের নজর এড়িয়ে একাধিক ট্রাক্টরে লোড করে চলছিল মোরাম পাচারের চেষ্টা। গোপন সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালায় তালডাংরা ব্লক ভূমি দপ্তরের আধিকারিকরা এবং ঘটনাস্থলে দুটি ট্রাক্টরকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়। ঘটনাস্থল থেকে দুটি ট্রাক্টরকে আটক করে থানায় নিয়ে যায় তালডাংরা থানার পুলিশ।
যদিও এদিনের অভিযানকে বিশেষ গুরুত্ব দিয়ে চায়নি বিজেপি। তাদের দাবি শাসক দলের স্থানীয় নেতৃত্ব ও পুলিশের মদতে এই ধরনের চুরির বছরের পর বছর ধরে চলে আসছে। যদিও এদিনের অভিযানকে সফল বলে দাবি করে সরকারি আধিকারিকদের সাধুবাদ জানানোর পাশাপাশি বিজেপির দাবীকে ভিত্তিহীন বলে দাবী করে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

















