নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুরে বিজেপি নেতা ও পরিবারের উপর হামলার অভিযোগ উঠল শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় পরিবারের এক সদস্য় গুরুতর জখম অবস্থায় মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। দুর্গাপুরের ১৪ নম্বর ওয়ার্ডের নতুন পল্লী রুইদাস পাড়ার এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব।
অভিযোগ,বিজেপির ওবিসি মোর্চার নেতা কৈলাশ দাসকে তৃণমূলে যোগ দেওয়ার জন্য ক্রমাগত চাপ দিচ্ছেন ওই দলের নেতারা। সেই প্রস্তাবে রাজি না হওয়াতেই তার বাড়িতে তার পরিবারের উপর হামলা চালানো হয়।
জানা গেছে গতকাল পাড়াগত একটা ছোট বিবাদকে কেন্দ্র করে অশান্তির শুরু হলে সেই ছুতোকে কেন্দ্র করে দুষ্কৃতীরা ঝাঁপিয়ে পড়ে দুর্গাপুরের ওবিসি মোর্চার নেতা কৈলাশ দাস ও তার পরিবারের ওপর। হামলাকারীরা সকলেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতী বলে অভিযোগ। ঘটনায় গুরুতর জখম হন কৈলাশ দাসের মা। তাকে মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার তাঁকে হাসপাতালে দেখতে যান দলের মহিলা মোর্চার নেত্রীরা।
অন্যদিকে বিজেপির এই অভিযোগকে অস্বীকার করে তৃণমূল নেতা উজ্জ্বল মুখোপাধ্যায় দাবি করেন বিজেপি নাটক করছে। পাশাপাশি পুলিশ ঘটনার তদন্ত করছে বলেও আশ্বাস দেন তিনি।




