eaibanglai
Homeএই বাংলায়রাধাষ্টমীতে ভেঙ্গে যাওয়া সম্পর্ক মেরামতি করতে এই টোটকা!

রাধাষ্টমীতে ভেঙ্গে যাওয়া সম্পর্ক মেরামতি করতে এই টোটকা!

সঙ্গীতা চৌধুরীঃ- আগামীকাল অর্থাৎ ৩১ শে আগস্ট হচ্ছে রাধাষ্টমী। এই দিনে রাধারানীর জন্মদিন। রাধারানী হচ্ছেন শ্রীকৃষ্ণের গুরু, তিনি প্রেম তত্ত্বের গুরু, ভালোবাসা যে কী তা শ্রীকৃষ্ণকে বুঝিয়েছেন রাধারানী স্বয়ং। তাই রাধাষ্টমীর এই দিনটিকে আপনারা প্রেম দিবস হিসেবে উদযাপন করতে পারেন এবং ভেঙে যাওয়া দাম্পত্য সম্পর্ক জোড়া লাগাতে এই দিনটি অত্যন্ত কার্যকরী বলে মনে করেন জ্যোতিষীরা।

একজন বিখ্যাত জ্যোতিষী অ্যাস্ট্রো দেব অয়নের কথায় , ভেঙে যাওয়া সম্পর্ক মেরামতি করবার জন্য রাধাষ্টমী অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিন আপনারা বাজার থেকে একটা কমলা রঙের মোমবাতি কিনুন এবং আপনার প্রেমিক অথবা প্রেমিকার আপনাকে উপহার দেওয়া কোন জিনিস অথবা আপনার তাকে দেওয়া কোন জিনিস আগুনের সামনে ধরে পুরো জ্বালিয়ে ফেলুন। এই কাজটি করতে হবে ৩১ আগস্ট রাত ১২ টার মধ্যে, তবেই প্রেম ভালবাসার ক্ষেত্রে কার্যকরী হবে। এই টোটকা মেনে দেখুন আপনার প্রেমিক অথবা প্রেমিকা ঘুরে আসবে আপনার কাছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments