সংবাদদাতা,বাঁকুড়াঃ- বাঁকুড়ার তালডাংরায় ফের মোরাম পাচারের অভিযোগ। এবার তিনটি ট্রাক্টর সহ একটি জেসিবি মেশিন আটক করে পুলিশের হাতে তুলে দিল তালডাংরা ব্লক ভূমি দপ্তর।
প্রসঙ্গত,গত বৃহস্পতিবারই তালডাংরার ভীমারডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে মোরাম পাচারের অভিযোগে দুটি ট্রাক্টরকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছিল ব্লক ভূমি দপ্তর। সেই রেশ কাটতে না কাটতেই মোরাম পাচারের অভিযোগে ফের তালডাংরার ইন্দকাটা গ্রাম সংলগ্ন এলাকা থেকে দুটি ট্রাক্টর সহ একটি জেসিবি মেশিন এবং ভেদুয়া মোড় এলাকা থেকে একটি ট্রাক্টর আটক করে পুলিশের হাতে তুলে দিল তালডাংরা ব্লক ভূমি দপ্তর।
এবিষয়ে তালডাংরা ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের রেভিনিউ অফিসার প্রশান্ত সর্দার জানান,গোপন সূত্রে খবর পেয়ে এদিন তারা তালডাংরা ইন্দকাটা ও ভেদুয়া মোড় এলাকায় অভিযান চালান। তবে এই ঘটনায় কোনো চালককে আটক করা হয়নি । এই ধরনের অভিযান আগামীদিনেও চালানো হবে বলে জানান তিনি।
অন্যদিকে স্থানীয়দের দাবি দীর্ঘদিন ধরে এই এলাকায় প্রকাশ্যে মোরাম চুরির ঘটনা চলছে। মোরাম তুলতে তুলতে পুরো এলাকায় তৈরি হয়েছে ছোটো বড় নানা আকারের পুকুর।




