নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি, দুর্গপুরে অনুষ্ঠিত হল ‘ইন্টার স্কুল আইডিয়া কমপিটিশন-২০২৫’। প্রতিষ্ঠানের উদ্ভাবন কাউন্সিল বা ইনস্টিটিউশন’স ইনোভেশন কাউন্সিল(আইআইসি) পুরো অনুষ্ঠানটির আয়োজন করেছিল। যেখানে শহরের একাধিক স্কুলের ( ডিএভি মডেল স্কুল, কেন্দ্রীয় বিদ্যালয় দুর্গাপুর, হেম শীলা স্কুল, দিল্লি পাবলিক স্কুল সহ অন্যান্য স্কুল) প্রায় শতাধিক পড়ুয়া অংশগ্রহণ করেছিল।
বিমান সুরক্ষার ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দ্বারা পরিচালিত বায়োপ্লাস্টিক ও গ্রীন এনভায়রনমেন্টাল ভিত্তিক মডেল,উদ্ভাবনী ওয়েব-ভিত্তিক অ্যাপ্লিকেশন, বিশ্বব্যাপী সমস্যাগুলির সমাধান -ইত্যাদি একাধিক বিষয় তুলে ধরে হয়েছিল প্রতিযোগিতায় অংশগ্রহণকারী পড়ুয়াদের উদ্ভাবনী ধারনা যাছাই করার জন্য। পড়ুয়াদের প্রতিটি দল তাদের কল্পনাশক্তির সঙ্গে বাস্তবতা মিলিয়ে অভিনব ধারনার নতুন নতুন মডেল উপস্থাপনা করে। তার মধ্যে একটি গ্রীন বায়োপ্লাস্টিক মডেল প্রোটোটাইপ ও বিমান সুরক্ষার জন্য একটি এআই প্যারাডাইম উপস্থিত বিচারক ও বিশিষ্ট অতিথিবর্গের নজর কাড়ে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনআইটি দুর্গাপুরের পরিচালক অধ্যাপক অরবিন্দ চৌবে। তিনি তাঁর বক্তৃতায় শিক্ষার্থীদের বড় স্বপ্ন দেখার এবং বায়োপ্লাস্টিক এবং সবুজ পরিবেশগত মডেল থেকে শুরু করে এআই দ্বারা চালিত বিমান সুরক্ষা ব্যবস্থা, উদ্ভাবনী ওয়েব-ভিত্তিক অ্যাপ্লিকেশন এবং বিশ্বব্যাপী সমস্যা সমাধানের বিষয়গুলি নিয়ে চিন্তাভাবনা করার আহ্বান জানান।
প্রতিষ্ঠানের উদ্ভাবন কাউন্সিল বা আইআইসির চেয়ারপার্সন, অধ্যাপক শিবেন্দু শেখর রায় জানান, এদিনের এই অনুষ্ঠানটি ছিল ভারত সরকারে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে একটি উদ্যোগ। যার লক্ষ্য নতুন প্রজন্মের পড়ুয়াদেরৃ মনের মধ্যে উদ্ভাবনী মানসিকতা এবং সমস্যা সমাধানের দক্ষতা গড়ে তোলা।





