eaibanglai
Homeএই বাংলায়উৎসবের মরশুমে রক্তের আকাল মেটাতে উদ্য়োগী পুজো কমিটি

উৎসবের মরশুমে রক্তের আকাল মেটাতে উদ্য়োগী পুজো কমিটি

নিজস্ব সংবাদদাতা,বাঁকুড়া- হাতে মাত্র আর হাতে গোনা কটা দিন। তারপরই শুরু হয়ে যাবে উৎসবের মরশুম। শারদোৎসব,কালীপুজো, দীপাবলী, জগদ্ধাত্রী পুজো, রাস পূর্ণিমা, বড়দিন, নিউ ইয়ার ইত্যাদি। এদিকে এই উৎসবের মরশুমে প্রায় সময়ই রক্তের আকাল দেখা দেয়। বিপাকে পড়েন মুমুর্ষ রোগী থেকে থ্য়ালাসেমিয়ায় আক্রান্তরা। সেই বিষয়টি মাথায় রেখে এগিয়ে এল বাঁকুড়ার শালতোড়ার তিলুড়ী আঞ্চলিক সর্বজনীন দুর্গাপূজা কমিটি। তিলুড়ী হেল্পিং হ্যান্ডস এর সহযোগিতায় পুজোর প্রাক্কালে শনিবার তারা আয়োজন করেছিল একটি মহতী রক্তদান শিবিরের।

এদিনের শিবিরে দুজন মহিলা সহ মোট ২১ জন রক্ত দাতা রক্ত দান করেন। শিবির পরিচালনার দায়িত্বে ছিল দুর্গাপুর ব্লাড ডোনার্স কাউন্সিল ও বড়জোড়া সুপার স্পেশালিটি হসপিটাল ।

শিবিরে উপস্থিত ছিলেন ডাক্তার রথীন্দ্রনাথ মিশ্র, দুর্গাপুর ব্লাড ডোনার্স কাউন্সিলের পক্ষ থেকে সাধারণ সম্পাদক সজল বোস, সহ-সভাপতি পার্থপ্রতিম গুপ্ত, কার্যকারী সদস্য আফতাব হোসেন, মিতা গাঙ্গুলী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ।

শিবিরে উপস্থিত সমস্ত রক্তদাতা ও অতিথিবর্গকে হেল্পিং হ্যান্ডস এবং দূর্গা পূজা কমিটির পক্ষ থেকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানান চিরঞ্জিত আচার্য্য । তবে এই প্রথমবার নয় গত পাঁচ বছর ধরে রক্তদান শিবিরের আয়োজন করে আসছে তিলুড়ী আঞ্চলিক সার্বজনীন দুর্গাপূজা কমিটি। এবার ছিল পঞ্চমতম বর্ষ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments