নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুরে ‘ঈদ-এ-মিলাদুন-নবী’ উপলক্ষে তানজিম মিলন কমিটির পক্ষ থেকে আয়োজিত হল এক শোভাযাত্রা। দুর্গাপুরের মেনগেট কাদারোড অঞ্চলে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সহ-সভাপতি তরুণ রায়। তিনি আবার তানজিম মিলন কমিটির সভাপতিও। গত কুড়ি বছর ধরে সভাপতি পদে রয়েছেন তিনি। তাঁকে এদিন সম্মান জানিয়ে কুফি পরান আলাউদ্দিন খান ও মোঃ নাসিম।
শোভাযাত্রায় তরুণ রায়ের সাথে একযোগে পা মেলান আলাউদ্দিন খান, ইসলাম খান, ইমতিয়াজ খান, মোহাম্মদ নাসিম, মোহাম্মদ রফি, এস কে শামীম, ফারুক আলম ও প্রমূখ।
এই নবী দিবসে এলাকার বিভিন্ন শোভাযাত্রা এক জায়গায় মিলিত হয় সমগ্র শোভাযাত্রা মাইনগেট মূল মসজিদে সমাপ্ত হয়। সম্প্রীতি পালন করতে বিভিন্ন এলাকার মানুষ ও সব ধর্মের মানুষ সঙ্ঘবদ্ধ হন এই সভা যাত্রায়। রাবি’উল আউয়াল মাস মুসলমানদের কাছে গভীর ধর্মীয় আবেগের প্রতীক। এই মাসে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ইন্তেকালের স্মরণে নানা অনুষ্ঠান পালিত হয়।
এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ধর্ম নিরপেক্ষতার বার্তা দিয়ে তরুণ রায় বলেন, “ধর্মীয় আবেগের পাশাপাশি সারা ভারতবর্ষে ধর্মের নামে যে রাজনীতি চলছে সেখান থেকে প্রত্যেক ধর্মের মানুষকে বেরিয়ে আসতে হবে। ধর্ম যার যার উৎসব সবার। এই সম্প্রীতি ও সংবিধান অক্ষত রাখতে আমাদের প্রত্যেককে এগিয়ে আসতে হবে। ধর্মের নামে নির্বাচন হবে না ভারতবর্ষে।”





