eaibanglai
Homeএই বাংলায়পুলিশের বিরুদ্ধে জেলাশাসককে নালিশ, বিক্ষোভ এলাকার বাসিন্দাদের

পুলিশের বিরুদ্ধে জেলাশাসককে নালিশ, বিক্ষোভ এলাকার বাসিন্দাদের

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- পুলিশের বিরুদ্ধে অত্যাচার, মিথ্যা মামলায় ফাঁসানো, শাসানি সহ একাধিক অভিযোগ তুলে জেলাশাসকের কার্যালয়ে বিক্ষোভে সরব হলেন সালানপুর থানা এলাকার বাসিন্দারা। পরে জেলাশাসককে দাবি সম্বলিত একটি স্মারকলিপিও জমা দেন তাঁরা।

প্রসঙ্গতঃ, কয়েকদিন আগে ট্রাকের ধাক্কায় এক বিমা সংস্থার এজেন্টের মৃত্যুর ঘটনায় উত্তাল হয়েছিল সালানপুরের দেন্দুয়া এলাকা। ক্ষতিপূরণ ও চাকরির দাবিতে প্রায় ১৮ ঘণ্টা ধরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ অবরোধ চলে। এই বিক্ষোভ তুলতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। এরপরে এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করে সালানপুর থানার পুলিশ।

স্থানীয়দের অভিযোগ ওই ঘটনার পরই শুরু হয়েছে পুলিশি অত্যাচার। তল্লাশির নামে রাতে অভিযানে গিয়ে দেওয়া হচ্ছে মিথ্যে মামলায় ফাঁসানোর শাসানি। বিক্ষোভরত এক মহিলা কল্পনা মাহাতো এদিন দাবি করেন,তাঁর ছেলেকে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করছে পুলিশ। পাশাপাশি মাঝরাতে বাড়িতে গিয়ে অভিযানের নামে শাসানো হচ্ছে। এর আগেও তার ছেলেকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছিল বলে দাবি তাঁর।

যদিও সালানপুর থানার পুলিশের তরফে অভিযোগ অস্বীকার করে জানানো হয়েছে দুর্ঘটনার দিন বিক্ষোভ অবরোধের সময় পুলিশের উপর হামলা ও ইট ছোঁড়া হয়েছিলো। এর ফলে একাধিক পুলিশ জখম হন। এই ঘটনায় ৩জনকে গ্রেফতার করা হয়। বাকিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments