eaibanglai
Homeএই বাংলায়এনআইটি দুর্গাপুরে ধর্মীয় সভায় যোগ দিয়ে নানা বিষয়ে বক্তব্য রাখলেন পুরীর শঙ্করাচার্য

এনআইটি দুর্গাপুরে ধর্মীয় সভায় যোগ দিয়ে নানা বিষয়ে বক্তব্য রাখলেন পুরীর শঙ্করাচার্য

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি, দুর্গাপুরে একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করে দীক্ষা দান থেকে রাজনীতি সহ বিভিন্ন বিষয়ে সাধারণ ভক্তদের পথ নির্দেশ করলেন পুরীর শঙ্করাচার্য শ্রী স্বামী নিশ্চলানন্দ সরস্বতী জী মহারাজ। প্রসঙ্গত বুধবার শহরে পদার্পণ করেন চার শঙ্ককাচার্যের অন্যতম ঋগ্বেদীয় পূর্বাম্নায় শ্রী গোবর্ধনমঠ পুরী পীঠাধীশ্বর শ্রীমদ্ জগৎগুরু শঙ্করাচার্য শ্রী স্বামী নিশ্চলানন্দ সরস্বতী জী মহারাজ। এবং এনআইটি দুর্গাপুরে বিশেষ পুজো সহ সনাতন ধর্ম বিষয়ক সভায় যোগ দেন। যেখানে প্রতিষ্ঠানের পড়ুয়া শিক্ষক থেকে শহরের সাধারণ মানুষও উপস্থিত ছিলেন।

ওই অনুষ্ঠানে দীক্ষা বিষয়ে বলতে গিয়ে জগৎগুরু শঙ্করাচার্য বলেন, “দীক্ষা মানেই শিক্ষা। শাস্ত্রে বলা হয়েছে, জ্ঞানেই পুত্র বা শিষ্য সর্বাধিক কৃপাপ্রাপ্ত। দীক্ষা নেওয়ার জন্য কাউকে জোর করা হয় না। যাদের অন্তরে ইচ্ছা জাগে, যাদের মনে ভক্তি থাকে, তারাই দীক্ষা গ্রহণ করেন।” পাশাপাশি বর্তমান সময়ে সনাতনী প্রচারের প্রয়োজনীয়তা প্রসঙ্গও তুলে ধরেন তিনি। তিনি বলেন, “সনাতনী প্রচার, আজ একটি জাতীয় প্রয়োজন। কারণ গুরুকুলের শিক্ষা ব্যবস্থা ক্রমশ বিলুপ্ত হয়ে যাচ্ছে। আজকের দিনে কতজন সনাতন নীতি জানেন? আর যারা জানেন, তাদের প্রভাব সমাজে অবশ্যই পড়ে।” মুক্তির প্রসঙ্গ টেনে তিনি বলেন, “মুক্তির জন্য অন্য কোন পথ নেই। দর্শন, বিজ্ঞান এবং আচরণে সামঞ্জস্য এনেই তা সম্ভব।” তাঁর মতে, “সৃষ্টি, স্থিতি, সংহার, নিগ্রহ ও অনুগ্রহের মতো গভীর জ্ঞান, শাস্ত্রীয় ঐতিহ্যের ব্যাখ্যা না শুনে বা গ্রন্থ না পড়ে বোঝা যায় না।” অন্যদিকে রাজনীতির প্রসঙ্গত আসে এদিনের অনুষ্ঠানে। রাজনীতি নিয়ে নিজের সুস্পষ্ট বক্তব্য তুলে ধরে তিনি বলেন, “সুসংস্কৃত, সুশিক্ষিত, সুরক্ষিত, সমৃদ্ধ, সেবাপরায়ণ, সুস্থ এবং সকলের জন্য উপকারী ব্যক্তি ও সমাজ গঠনই হওয়া রাজনীতির মূল উদ্দেশ্য। রাজনীতির নামে উন্মাদনা ছড়ানো নয় বরং সমাজকে গড়ে তোলাই হওয়া উচিত রাজনীতিকের প্রকৃত কাজ।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments