সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- সামনেই দুর্গাপুজো, হাতে আর মাত্র দিন ১৫ মতো বাকি। আসানসোল শিল্প শহরের পুজো মণ্ডপগুলিতে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি। তারই মধ্যে রবিবার আসানসোল পুরনিগম শারদ সম্মান ২০২৪ আয়োজিত হল আসানসোলের রবীন্দ্র ভবনে। যেখানে গত বছরের সেরা দুর্গাপুজো কমিটিগুলিকে পুরস্কৃত করা হয়।
এদিনের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায়, ডেপুটি মেয়র ওয়াসিমুল হক, মেয়র পারিষদ সুব্রত অধিকারী, বোরো চেয়ারম্যান ডাঃ দেবাশীষ সরকার, অশোক রুদ্র সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও বিশিষ্ট ব্যক্তিত্বরা।
অনুষ্ঠানে মেয়র বলেন, “২০২৪ র শারদ সম্মান দিতে আসানসোল পুরনিগমের বেশ কিছুটা দেরী হলো। এই বছরের শারদ সম্মান আগে দেওয়ার চেষ্টা করা হবে।” অন্যদিকে বোরো চেয়ারম্যান ডাঃ দেবাশীষ সরকার বলেন,”আসন্ন দুর্গাপুজোয় যাতে আরো উৎসাহের সাথে সব আয়োজন করা যায়, সেজন্য আসানসোল পুরনিগমের তরফে দুর্গাপূজা কমিটিগুলোকে সম্মান দেওয়া হলো।”





