eaibanglai
Homeএই বাংলায়রবি মরসুমে সেচের জল নিয়ে অনিশ্চয়তা, রাজ্য সড়ক অবরোধ কৃষকদের

রবি মরসুমে সেচের জল নিয়ে অনিশ্চয়তা, রাজ্য সড়ক অবরোধ কৃষকদের

সংবাদদাতা,বাঁকুড়াঃ- নিয়মিত সেচের জলের দাবিতে বৃহস্পতিবার বাঁকুড়ার খাতড়া সাহেববাঁধ মোড়ে বাঁকুড়া রানীবাঁধ রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়লেন এলাকার বঞ্চিত কৃষকেরা। এই অবরোধের জেরে দীর্ঘক্ষণ ওই সড়কে যান চলাচল বন্ধ থাকে।

প্রসঙ্গত, এই বছর বর্ষার মরশুমে উপর্যুপরী নিম্নচাপের জেরে কার্যত কানায় কানায় ভরে যায় মুকুটমনিপুর জলাধার। জলাধারে জলস্তরের উচ্চতা এতটাই বৃদ্ধি পায় যে জলের চাপ কমাতে প্রায় দেড় মাস ধরে নদীপথে জল ছেড়ে রাখতে বাধ্য হয় সেচ দফতর। এদিকে জলাধার থেকে লাগাতার জল ছেড়ে রাখায় জলের চাপ কমে যায়। এদিকে বৃষ্টি কমতেই সেচের জন্য জল ছাড়া হলেও তা পৌঁছাচ্ছে না সেচ খালের শেষ পর্যন্ত। ফলে বর্তমানে কৃষিকাজের জন্য সেচের জলের প্রয়োজন থাকলেও জল মিলছে না খাতড়া ব্লকের মাহারডিহি, পাটপুর, বড়মেট্যালা, দাঁড়শোল, বান্দরখোন্দা সহ প্রায় ৫ থেকে ৬ টি মৌজা এলাকার কৃষিজমিতে। এরফলে একদিকে যেমন আমন চাষের জন্য জল মিলছে না তেমনি সামনের রবি মরসুমেও সেচের জল পাওয়া নিয়ে চূড়ান্ত অনিশ্চয়তা দেখা দিয়েছে।

এলাকার কৃষকদের দাবি জলাধার থেকে অপরিকল্পিত ভাবে নদীপথে জল ছেড়ে দেওয়া ও সেচ খালগুলির মেরামতির অভাবে গত ৫ বছর ধরে লাগাতার ভাবে সেচের জল থেকে বঞ্চিত হয়ে আসছেন এলাকার ৫ টি মৌজার কৃষকেরা। অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপের দাবিতে এদিন রাজ্য সড়ক অবরোধ করে প্রতিবাদে সরব হন বঞ্চিত কৃষকেরা। সেচের জলের নিশ্চিয়তা না মিললে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত কৃষকরা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments