eaibanglai
Homeএই বাংলায়লাগাতার গরু মৃত্যুর কারণ খুঁজতে কাঁকসায় বিশেষজ্ঞ দল

লাগাতার গরু মৃত্যুর কারণ খুঁজতে কাঁকসায় বিশেষজ্ঞ দল

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুরে কাঁকসা ব্লকে অজানা কারণে লাগাতার গরু মৃত্যুর কারণ খুঁজতে এলাকায় পৌঁছল প্রাণিসম্পদ দপ্তরের কলকাতার বিশেষজ্ঞ দল। সংগ্রহ করল মৃত ও অসুস্থ গরুর শরীর থেকে রক্তের নমুনা। পাশাপাশি প্রাণিসম্পদ দপ্তর থেকে শুরু হয়েছে এলাকার গরুগুলিকে ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া। প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা গেছে, ব্ল্যাক কোয়ার্টার নামক ব্যাকটেরিয়া জনিত কারণে মৃত্যু হচ্ছে গরুগুলির। হঠাৎ জ্বর, পেশী ফুলে যাওয়া ও তারপরেই দ্রুত মৃত্যু, এই রোগের লক্ষণ।

প্রাণিসম্পদ দপ্তরের পশ্চিম বর্ধমান জেলার ডেপুটি ডিরেক্টর অনির্বাণ ঘোষ এদিন বলেন,”আমাদের কাছে খবর আসা মাত্রই বুধবার একটি টিম পাঠানো হয়েছিল। বৃহস্পতিবার সকাল থেকে ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। ২০০ গরুর শরীরে ভ্যাকসিন দেওয়া হয়েছে। পার্শ্ববর্তী এলাকাগুলিতে আগামী কয়েক দিন ভ্যাকসিনের প্রক্রিয়া চলবে। নতুন করে আর যাতে মৃত্যুর ঘটনা না ঘটে সেজন্য আমাদের বিশেষ নজরদারি এবং ক্যাম্প চলছে।”

পঞ্চায়েত সমিতির মৎস্য ও প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষ কুলদীপ সরকার বলেন,”গরু মৃত্যুর খবর রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদারের কাছে যাওয়া মাত্রই তিনি বিশেষ পদক্ষেপ নেন।”

প্রসঙ্গত,গত কয়েক দিন ধরে কাঁকসার মলানদিঘীর সরস্বতীগঞ্জে অজানা কারণে একের পর এক গরুর মৃত্যু হতে থাকে। স্থানীয়দের দাবি দু’দিনে প্রায় ১৪টি গরুর মৃত্যু হয়। যদিও সরকারি হিসাব অনুযায়ী ১০টি গরুর মৃত্যু হয়েছে। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গ্রামবাসীদের মধ্যে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments