eaibanglai
Homeএই বাংলায়বন্ধ ঘরের ভেতর থেকে দম্পতির ঝুলন্ত দেহ উদ্ধার

বন্ধ ঘরের ভেতর থেকে দম্পতির ঝুলন্ত দেহ উদ্ধার

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- বন্ধ ঘরের ভেতর থেকে দম্পতির ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল আসানসোলের বারাবনির জামগ্রাম গ্রাম পঞ্চায়েতের রসুনপুর গ্রামে। মৃত দম্পতির নাম নির্মল মন্ডল (৪৫) ও জ্যোৎস্না মন্ডল ৩৭)। ঘটনায় মৃত নির্মল মন্ডলের দাদা উত্তম মন্ডল, বৌদি পুতুল মন্ডল ও তাদের ছেলে বিষ্ণু মন্ডলকে আটক করেছে পুলিশ।

জানা গেছে, মৃতা জ্যোৎস্না মন্ডলের বাপের বাড়ি জামুরিয়া থানার অন্তর্গত চুরুলিয়ার বাগুলি গ্রামে। বছর ২০ আগে তার সঙ্গে বারাবনি থানার অন্তর্গত জামগ্রাম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রসুনপুর গ্রামের নির্মল মন্ডলের বিয়ে হয়। তাদের এক বিবাহিতা মেয়ে বর্ষা ও ১২ বছরের এক ছেলে আছে।

স্থানীয়রা জানিয়েছেন এদিন ছেলেকে পাশের ঘরে রেখে ওই দম্পতি নিজেদের ঘরে ঢুকে যান। পরে সিলিংয়ের কাঠের বিম থেকে ঝুলন্ত অবস্থায় স্বামী স্ত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। বিষয়টি জানাজানি হতেই স্থানীয়রা বারাবনি থানায় খবর দেন। পুলিশ বন্ধ ঘরের অন্য দিকে থেকে দরজা খুলে দম্পতির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

পরে মৃত দম্পতির মেয়ে বারাবানি থানায় তার জ্যাঠা, জেঠিমা ও তাদের ছেলের বিরুদ্ধে মামা-বাবাকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের করেন। তার অভিযোগ, জ্যাঠা, জেঠিমা ও তাদের ছেলে তার মা ও বাবার উপর মানসিক নির্যাতন করতো। সবসময় অকথ্য ভাষায় কথা বলতো। এদিনও একই ঘটনা ঘটে ও তার পরই আত্মহত্যার পথ বেছে নেন তার বাবা-মা।

অন্যদিকে পুলিশ জানিয়েছে মৃত দম্পতির মেয়ের অভিযোগের ভিত্তিতে তিনজনকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments