নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুর দিল্লি পাবলিক স্কুলে অনুষ্ঠিত হল ১০তম বার্ষিক পুরস্কার প্রদান দিবস “রেভারেন্স ২০২৫”। সিটিসেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে। অনুষ্ঠানের সূচনা হয় জ্ঞান ও আত্মজ্ঞান-এর প্রতীক প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে। এর পর স্কুলের কয়ার টিম আবেগঘন স্বাগত সংগীত পরিবেশন করে। দর্শকসারিতে ছিলেন গর্বিত অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা, উচ্ছ্বসিত ছাত্রছাত্রী, প্রাক্তন শিক্ষার্থী এবং বিশিষ্ট অতিথিবৃন্দ।
স্কুলের এই বার্ষিক অনুষ্ঠানে এদিন একাধিক চিত্তাকর্ষক সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপিত হয়। যেখানে স্কুলের বিভিন্ন শ্রেণির প্রায় আটশোর বেশী পড়ুয়া অংশ নিয়েছিল। ছাত্র ছাত্রীরা সংগীত, নৃত্য, অভিনয়ের মাধ্যমে তাদের বহুমুখী প্রতিভা তুলে ধরে। পুরো অনুষ্ঠান ঘিরে এক অপূর্ব শিল্পসম্মত পরিবেশের সৃষ্টি হয়। সাংস্কৃতিক প্রধান মূল আকর্ষণ ছিল নৃত্যনাট্য “The Jungle Book – A Story in Shades and Shadows”। স্যার রুডইয়ার্ড কিপলিং-এর বিখ্যাত রচনার উপর ভিত্তি করে এই প্রশংসনীয় পরিবেশনা পুরো অডিটোরিয়ামের আবহ পাল্টে দেয় এবং দর্শকদের মুগ্ধ করে তোলে।
পরে বহু প্রতিক্ষীত পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। যেখানে ব্যক্তিগত এবং দলগত—উভয় ক্ষেত্রেই কৃতিত্ব অর্জনকারীদের সম্মানিত করা হয়। প্রায় ৫৬৩ জন ছাত্রছাত্রীকে শিক্ষাক্ষেত্র, ক্রীড়া ও সহ-পাঠ্যক্রমিক কর্মকাণ্ডে উৎকর্ষের জন্য পুরস্কৃত করা হয়। শিক্ষাগত সাফল্য, ক্রীড়া কৃতিত্ব, সাংস্কৃতিক অবদান ও বিশেষ সম্মান—এই বিভিন্ন বিভাগে পুরস্কার প্রদান করা হয়। এরপর স্কুলের প্রিন্সিপাল উমেশ চন্দ জয়সওয়াল বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করে স্কুলের কৃতিত্বগুলি তুলে ধরেন।
এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের ২০১৪ ব্যাচের সফল ছাত্রী পরিবহণ দপ্তরে সহকারী সচিব আইএএস অদিতি চৌধুরী। এর আগে তিনি ক্যানিং-এ এসডিও, দক্ষিণ ২৪ পরগনা ও হুগলিতে এডিএম, পরিবহণে যুগ্ম সচিব এবং মহিলা ও শিশু উন্নয়ন ও সমাজকল্যাণ দপ্তরে বিশেষ সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও উপস্থিত ছিলেন ওম দয়াল এডুকেশনাল অ্যান্ড রিসার্চ সোসাইটির সহ-সভাপতি সঞ্জীব আগরওয়াল।
অনুষ্ঠানের সমাপ্তি হয় স্কুলের হেড গার্ল সোহণা রায় বর্মনের কৃতজ্ঞতাজ্ঞাপন বক্তব্যের মাধ্যমে। জাতীয় সঙ্গীতের মাধ্যমে সমগ্র অনুষ্ঠানটির পরিসমাপ্তি ঘটে।





