সঙ্গীতা চৌধুরা,তারকেশ্বরঃ- দুর্গাপুজো উপলক্ষে স্মরণ ফাউন্ডেশনের তরফ থেকে বেশ কিছু দুঃস্থ মানুষদের বস্ত্র বিতরণ করা হল। এছাড়াও বেশকিছু মানুষকে ড্রাই ফুড ও গাছপালা বিতরণ করা হয়।
স্মরণ ফাউন্ডেশনের অন্যতম প্রধান মুখ শুভজিৎ সার এই প্রসঙ্গে বলেন,“আমাদের পুজো কর্মসূচির কিছু মুহূর্ত। গর্বের সাথে পথচলার আট বছর আজ। ফেসবুকে আলাপ কয়েকজন বন্ধু মিলে শুরু উদ্যোগ। দুর্গাপুজো উপলক্ষ্যে আমরা হাজির ছিলাম বাঁকুড়ার জঙ্গলমহলের আর্থিক ভাবে পিছিয়ে পড়া আদিবাসী অধ্যুষিত এলাকায়। সেখানে উপস্থিত থাকা বাচ্চা বৃদ্ধ বৃদ্ধাদের হাতে তুলে দিলাম পুজোয় নুতন উপহার নুতন বস্ত্র। সাথে ড্রাইফুড। সবুজায়নের বার্তা দিয়ে সবার হাতে তুলে দিলাম শাল সেগুন মহুয়া কৃষ্ণচূড়া মেহগিনি দেবদারু কদম গাছের চারা।”





