নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- আজ বিজয় দশমীর পুণ্যতিথিতে দেশ জুড়ে পালিত হচ্ছে দশেরা উৎসব। হিন্দু বিশ্বাস অনুযায়ী এই দিনই ভগবান রামচন্দ্র অশুভের প্রতীক রাবণকে বধ করেছিলেন। সেই শুভ মুহুর্তকে স্মরণ করতেই প্রতি বছর আশ্বিন মাসের শুক্ল পক্ষের দশমী তিথিতে এই দশেরা উৎসব পালিত হয় এবং বামলীলা ও রাবণ বধ বা রাবণ পুড়িয়ে অশুভকে হারিয়ে শুভকে আহ্বান করা হয়।
সারা দেশের পাশাপাশি এদিন দুর্গাপুরেও পালিত হল দশেরা উৎসব। প্রসঙ্গত দুর্গাপুরের রাজীব গান্ধী স্মারক ময়দানে প্রতিবছর দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় রাবণ দহন উৎসব আয়োজিত হয়। অখিল ভারতীয় সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে ৫৬ বছরে পদার্পণ করল এই বছরের দশেরা বা রাবণ দহন উৎসব। এদিন প্রায় কয়েক হাজার মানুষ শিল্পশহর এমনকি শহর সংলগ্ন এলাকা থেকে জমায়েত হয়েছিল বারণ দহন দেখতে। হাজার হাজার মানুষের উপস্থিতিতে জমে ওঠে উৎসবের আবহ। আর এইবারের বিশেষ চমক ছিল আকাশে ভাসমান পবনপুত্র হনুমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রশাসনিক আধিকারিক থেকে শুরু করে দুর্গাপুর ইস্পাত কারখানার কর্তারা।





