eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে পুজো কার্নিভালে বর্ণাঢ্য অনুষ্ঠান

দুর্গাপুরে পুজো কার্নিভালে বর্ণাঢ্য অনুষ্ঠান

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- আনন্দ উৎসাহের মধ্যে দিয়ে শনিবার দুর্গাপুরে অনুষ্ঠিত হল পুজো কার্নিভাল। স্থানীয় প্রশাসন ও রাজ্য সংস্কৃতি বিভাগের উদ্যোগে আয়োজন করা হয়েছিল বর্ণাঢ্য কার্নিভিলের। যেখানে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন দ্বারা নৃত্য গীতি পরিবেশনের পাশাপাশি পুজো কমিটিগুলির তরফে বিভিন্ন থিমে সুসজ্জিত একাধিক ট্যাবলো অংশ নিয়েছিল। যা দর্শক থেকে মঞ্চে উপস্থিত অতিথিদের প্রশংসা অর্জন করে। এছাড়াও এদিনের কার্নিভালে শহরের মোট ১২ টি পুজো কমিটি অংশ নিয়েছিল। এর মধ্যে ছিল উর্বশী, ফুলঝাড়, নবারুন, ডুমার তলা, পলাশ দেহা, শঙ্করপুর, ক্লাব সন্তোষ, মার্কোনি, আনন্দ বিহার, দুর্গাপুর গুরু নানক মহিলা, বুদ্ধ বিহার, চতুরঙ্গ এবং অগ্রণী পূজা কমিটি। অনুষ্ঠানের মঞ্চ থেকে অসাধারণ প্রতিভা প্রদর্শনকারী কমিটিগুলিকে পুরষ্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথিদের মধ্যে ছিলেন রাজ্যমন্ত্রী প্রদীপ মজুমদার, শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক, দুর্গাপুরের সাংসদ কীর্তি আজাদ, পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী, জেলা ম্যাজিস্ট্রেট পান্নাম্বলম এস, এসবিএসটিসি চেয়ারম্যান সুভাষ মণ্ডল, পাণ্ডেশ্বরের বিধায়ক নরেন্দ্র নাথ চক্রবর্তী, এডিডিএ চেয়ারম্যান কবি দত্ত, এডিডিএ সিইও অদিতি চৌধুরী, এসডিএম ডঃ সৌরভ চ্যাটার্জী, ডেপুটি পুলিশ কমিশনার (পূর্ব) অভিষেক গুপ্ত, পৌর প্রশাসক অনিন্দিতা মুখার্জী, বিভিন্ন সরকারি বিভাগের প্রতিনিধি এবং পূজা কমিটির প্রতিনিধিরা। আর বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ও টলিউডের জনপ্রিয় অভিনেত্রী জয়া এহসান।

অন্যদিকে এদিনের অনুষ্ঠান ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছিল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। এছাড়া কার্নিভালের কথা মাথায় রেখে, ট্রাফিক বিভাগ শহরের পাঁচটি রুটে যানবাহন চলাচল বন্ধ রেখেছিল। গান্ধী মোড় থেকে মহাত্মা গান্ধী রোড থেকে দুর্গাপুর হাউস রোড পর্যন্ত। এই রুটটি কেন্দ্রে করে যান চলাচল বন্ধ বন্ধ ছিল, বাল্ব সাপ্লাই মোড়, এলআইসি মোড়, চিত্রালয় মোড় এবং নির্মলা পেট্রোল পাম্পের দিকে যাওয়ার রাস্তায়।

এদিন পুজো কার্নিভালের অনুষ্ঠান দেখতে শিল্পাঞ্চলের মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments