eaibanglai
Homeএই বাংলায়আউসগ্রাম-১ নং ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হলো বিজয়া সম্মেলনী

আউসগ্রাম-১ নং ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হলো বিজয়া সম্মেলনী

সৌভিক সিকদার, আউসগ্রাম, পূর্ব বর্ধমান -: মাত্র কয়েকদিন আগে আউসগ্রাম-১ নং ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতির মত পদের গুরু দায়িত্ব পেয়েছেন। এদিকে দলের নির্দেশে নিজের ব্লকে আয়োজন করতে হবে ‘বিজয়া সম্মেলনী’-র। খুবই চাপের কাজ। কর্মীদের যথেষ্ট ভিড় নাহলে দলের কাছে যেমন মুখ পুড়বে তেমনি বিরোধীরা ঠাট্টা করার সুযোগ পেয়ে। আউসগ্রাম-১ নং ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শান্তাপ্রসাদ রায়চৌধুরীর নেতৃত্বে এবং বিভিন্ন অঞ্চল থেকে স্বতঃস্ফূর্তভাবে আগত কয়েক হাজার দলীয় কর্মীর উপস্থিতিতে দ্বারিয়াপুরের ষষ্ঠীতলা ফুটবল ময়দানে আয়োজিত হলো বিজয়া সম্মেলনী। দূর থেকে আগত দলীয় নেতৃত্বের পৌঁছাতে দেরি হলেও ধৈর্য্য সহকারে দলীয় কর্মীরা বসে ছিলেন। যদিও শেষের দিকে দর্শকাসন অনেকটাই ফাঁকা হয়ে যায়।

উপস্থিত ছিলেন সাংসদ অসিত মাল, তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য মুখপাত্র জয়া দত্ত, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল মহিলা সভানেত্রী লীলা মুন্সী, ব্লকের বিভিন্ন অঞ্চলের প্রধান, অঞ্চল ও বুথ সভাপতি, কর্মাধ্যক্ষ সহ অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব, গুসকরা শহর তৃণমূল সভানেত্রী মল্লিকা চোংদার, গুসকরা পুরসভার পুরপ্রধান কুশল মুখার্জ্জী সহ স্থানীয় বিধায়ক তথা সবার কাছের মানুষ অভেদানন্দ থাণ্ডার সহ আরও অনেকেই। বিজেপিকে দ্ব্যর্থহীন ভাষায় আক্রমণের কাজটা শুরু করেন লীলা মুন্সী এবং সেটাই সর্বোচ্চ মাত্রায় পৌঁছে দিলেন জয়া দত্ত। দু’জনেই তথ্য সহকারে বাংলার প্রতি বিজেপির বঞ্চনা তুলে ধরেন। তাদের দাবি, পুরোপুরি মিথ্যা অভিযোগকে সামনে রেখে বিজেপি এই বঞ্চনা করে চলেছে। এর জবাব আসন্ন বিধানসভা ভোটে বাংলার মানুষ দেবে। এলাকার সমস্ত স্তরের প্রত্যেক তৃণমূল কর্মী, পঞ্চায়েত প্রধান, অঞ্চল ও বুথ সভাপতি এবং সর্বোপরি বিধায়ক অভেদানন্দ থাণ্ডারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আউসগ্রাম-১ নং ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শান্তাপ্রসাদ রায়চৌধুরী বললেন, ওরা আমার দিকে সহযোগিতার হাত বাড়িয়ে না দিলে রাজনৈতিক জনসভা সদৃশ এতবড় বিজয়া সম্মেলনীর আয়োজন করা আমার পক্ষে সম্ভব হতোনা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments