সংবাদদাতা,আসানসোলঃ- রাস্তার স্কুল থেকে বিশ্বমঞ্চে। পশ্চিম বর্ধমানের জামুড়িয়া নামোপাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দীপ নারায়ণ নায়ক যার পরিচিতি ‘রাস্তার মাস্টার’ নামে তিনি এবার আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হলেন। মালয়েশিয়ায় অনুষ্ঠিত গ্লোবাল এডুকেটর সামিট ২০২৫-এ ‘গ্লোবাল এডুকেটর অ্যাওয়ার্ড’-এর সম্মান অর্জন করলেন তিনি। মালয়েশিয়ার ইউনিভার্সিটি পেনডিডিকান সুলতান আইডিরিস–এ গত ২–৪ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে গ্লোবাল এডুকেটর অ্যাওয়ার্ড, ২০২৫। সেখানে অন্যতম বিশ্বসেরা শিক্ষক হিসেবে অ্যাভ্যান্ট গার্ড টিচার অ্যাওয়ার্ড–এ সম্মানিত হয়েছেন তিনি। বিশ্বের ৫৭ দেশ থেকে প্রতিনিধিরা এই সামিটে অংশগ্রহণ করেছিলেন। ৫৭টি দেশের ২৪৪ জন প্রার্থী ও ৮১ জন ফাইনালিস্টের মধ্যে থেকে আসানসোল জামুড়িয়ার এই শিক্ষক বিশ্ববিজয়ী হিসেবে নির্বাচিত হন ‘অ্যাভান্ট-গার্ড টিচার অ্যাওয়ার্ড ২০২৫’ বিভাগে। তাঁকে দেওয়া হয়েছে একটি স্মারক ও একটি সার্টিফিকেট। এর সঙ্গে তাঁকে পাঁচ হাজার ডলার দেওয়া হয়েছে গবেষণামূলক কাজের জন্য।
তাঁর হাতে পুরস্কার তুলে দিয়ে মালয়েশিয়ার উচ্চশিক্ষা মন্ত্রী বলেন, “দীপ নারায়ণ নায়কের উদ্ভাবনী শিক্ষার ধারণা এবং সমাজচেতনা সম্পন্ন পাঠদান প্রমাণ করে যে, শিক্ষার মাধ্যমে শুধু একটি সম্প্রদায় নয়, সমগ্র জাতিকেই উন্নত করা যায়। আমরা আনন্দিত যে তিনি মালয়েশিয়ার মঞ্চেও এই উদ্ভাবনকে তুলে ধরেছেন।”
দীপ নারায়ণবাবু এই স্বীকৃতি অর্জন করেছেন তিন প্রজন্মের শিক্ষণ মডেলের জন্য। এই উদ্ভাবনী মডেলের সাহায্যে তিনি শিশু, বাবা-মা ও দাদু-দিদাকে একসঙ্গে পড়াশোনার অঙ্গনে নিয়ে এসে শিক্ষাকে এক অনন্য সামাজিক আন্দোলনে রূপান্তরিত করেছেন, সেই সঙ্গে গ্রামের মাটির ঘরের দেওয়ালকে ব্ল্যাকবোর্ডে পরিণত করে করোনার সময় থেকে গ্রামীণ শিক্ষাকে নতুন মাত্রায় উন্নীত করেছেন। তাই তিনি ‘রাস্তার মাস্টারে’র পাশাপাশি ‘হিউম্যান ব্ল্যাকবোর্ড’ নামেও খ্যাত।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপিএসআই-র ভাইস চ্যান্সেলর প্রফেসর দাতো’ ড. মোঃ আমিন বিন মোঃ তাফ এবং ভারতীয় দূতাবাসের কাউন্সেলর মিস জে. রোচিয়াস সুকন্যা। সুকন্যা বলেন, “দীপ নারায়ণ নায়কের কাজ ভারতের শিক্ষার মানবিক ও উদ্ভাবনী দিককে বিশ্বমঞ্চে তুলে ধরেছে।” দীপনারায়ণ বলেন, “এই স্বীকৃতি শুধু আমার নয়, বাংলার প্রতিটি শিশুর, প্রতিটি গ্রামের, প্রতিটি স্বপ্নদেখা মানুষের।” দীপবাবুর কথায়, “শিক্ষা তখনই অর্থপূর্ণ, যখন তা প্রজন্ম, সংস্কৃতি ও মানবতার সেতুবন্ধন ঘটায়।” তিনি মালয়েশিয়ার ‘মাদানি শিক্ষা দর্শন’ নিয়েও গবেষণা করছেন, যা মানবিকতা, সহমর্মিতা ও শান্তির বার্তা বহন করে।
দীপ নারায়ণ নায়ক এর আগে গ্লোবাল টিচার প্রাইজ (ইউনেস্কো-ভার্কি ফাউন্ডেশন, টপ ১০), হান্ড্রেড ইনোভেশন অ্যাওয়ার্ড (ফিনল্যান্ড), গ্লোবাল টিচার অ্যাওয়ার্ড এবং বঙ্গগৌরব সম্মান-এর মতো পুরস্কার ও সম্মানে ভূষিত হয়েছেন।





